Saturday, 29 April, 2017 | ১৬ বৈশাখ ১৪২৪ বঙ্গাব্দ |
Advertisement

কানাইঘাটে বিশেষ অভিযানে গ্রেফতার ৩

unnamed (4)কানাইঘাট প্রতিনিধি : কানাইঘাট থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে এক সাজা প্রাপ্ত আসামী সহ ২ গাজা ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। জানা যায় গতকাল বুধবার রাত ২টায় এস আই রবিউল ইসলাম, পিযুষ কান্তি দেবনাত ও এ এস আই সামছুল আরেফিনের নেতৃত্বে এক দল পুলিশ গাছবাড়ি জলসায় এক বিশেষ অভিযান চালিয়ে ৭নং ইউপির বাণীগ্রামের ফরিদ উদ্দিনের পুত্র জি আর মামলার ২ বছর ৪ মাসের সাজা প্রাপ্ত আসামী শামীম আহমদকে গ্রেফতার করা হয়েছে। অপর দিকে এস আই অজিত, জুনায়েদ ও এ এস আই মান্নানের নেতৃত্বে গাজা ব্যবসায়ী নিজ গাছবাড়ী গ্রামের মৃত সিরাজ উদ্দিনের পুত্র আজমল হোসেন ও মৃত বশির আহমদের পুত্র মামুন রশিদকে ১শত গ্রাম গাজা সহ গ্রেফতার করা হয়। এ ব্যাপারে কানাইঘাট থানার অফিসার ইনচার্জ আব্দুল আহাদ জানান অপরাধ দমনে বিশেষ করে বিভিন্ন মামলার সাজা প্রাপ্ত আসামী সহ মাদকের সাথে জড়িত সকল অপরাধীকে গ্রেফতারে অভিযান চলছে এবং তা অব্যাহত থাকবে।

Developed by: