ad3

Monday, 27 March, 2017 | ১৩ চৈত্র ১৪২৩ বঙ্গাব্দ |
সংবাদ শিরোনাম
‘আতিয়া মহলে’ অভিযান চলছে, গুলি-বিস্ফোরণের শব্দ  » «   সিলেটজুড়ে স্বজনদের আহাজারি  » «   সিলেটে জঙ্গি আস্তানায় ‘অপারেশন টোয়াইলাইট’-এর এক্সক্লুসিভ ভিডিও  » «   আতিয়া মহলে দুই জঙ্গি নিহত, অভিযান চলবে  » «   থেমে থেমে চলছে গোলাগুলি ও শক্তিশালী বিস্ফোরণ  » «   আতিয়া মহলের জঙ্গি আস্তানায় বড় জঙ্গি থাকতে পারে : স্বরাষ্ট্রমন্ত্রী  » «   মহান স্বাধীনতা দিবস আজ  » «   সিলেটে নিহতের সংখ্যা বেড়ে ৬ আইএসের দায় স্বীকার  » «   চুয়াডাঙ্গায় ট্রাক-নসিমন মুখোমুখি সংঘর্ষে নিহত ১০  » «   জঙ্গি আস্তানার পাশে বোমা বিস্ফোরণে নিহত ৩  » «   আতিয়া মহলে’র ২০০ গজ সামনে‘আত্মঘাতী’ হামলা, আহত ৬  » «   আতিয়া মহলের চারিদিকে বিস্ফোরকের ফাঁদ!  » «   এখনো থেমে থেমে গুলি-বিস্ফোরণের শব্দ ভেসে আসছে  » «   শিববাড়িতে অভিযান দেখতে গিয়ে গুলিতে আহত ১  » «   শেষ মুহুর্তের অভিযান চলছে: বিস্ফোরণ ও গুলির শব্দ  » «  

রায় অমান্য করলে জনগণ বিএনপিকে প্রহিত করবে

w1দৈনিকসিলেটডেস্ক:আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘খালেদা জিয়ার জেলে যাওয়াটা আদালতের সিদ্ধান্ত। তার বিরুদ্ধে আদালতের রায় জনগণ অমান্য করবে না। আর বিএনপি তা অমান্য করলে জনগণই তাদের প্রতিহত করবে।’

শুক্রবার রাজশাহী কলেজ মাঠে তিনদিনব্যাপী বিভাগীয় ডিজিটাল উদ্ভাবনী মেলার উদ্বোধন শেষে তিনি সাংবাদিকদের এ কথা বলেন।

মন্ত্রী বলেন, ‘সময়, স্রোত যেমন কারো জন্য বসে থাকে না, তেমনি সংবিধান এবং নির্বাচন কারো জন্য অপেক্ষা করে না। গত ৫ জানুয়ারির নির্বাচন বিএনপি বোমা ফাটিয়ে, আগুন জ্বালিয়ে প্রতিহত করতে চেয়েও পারেনি। জনগণ আওয়ামী লীগের সঙ্গে আছে। আগামী নির্বাচন বিএনপি প্রতিহত করতে চাইলে জনগণ তাদের প্রতিহত করবে।’

নিজ দলের নেতাদের সমালোচনা করে ওবায়দুল কাদের বলেন, ‘বাংলাদেশ এখন নেতা উৎপাদনের বিরাট কারখানা। হাতি নেতা, পাতি নেতা, সিকি নেতা, আধুলি নেতাসহ সবাই নানা রকম নেতা। এজন্য সব সেক্টরে কর্মীর সংখ্যা কমছে, নেতার দাপট বাড়ছে। এজন্য কর্মী উৎপাদন কারখানা করতে আমাদের সবার মনোযোগ দিতে হবে।’

রাজশাহীর ভারপ্রাপ্ত বিভাগীয় কমিশনার মুনীর হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ক প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক, রাজশাহী নগর আওয়ামী লীগের সভাপতি ও সাবেক মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন, রাজশাহী কলেজে অধ্যক্ষ হবিবুর রহমান।

তিন দিনব্যাপি এ মেলায় নাগরিক সেবা সহজিকরণে সব প্রকার ই-সেবা ছাড়াও থাকছে সরকারি সেবা ও তরুণদের উদ্ভাবন, ফ্রি ল্যন্সিং এবং ই-কমার্স সম্পর্কিত বিষয়। প্রতিদিন সকাল ১০টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত মেলা অনুষ্ঠিত হবে।

সংবাদটি শেয়ার করুন:

Developed by: