Wednesday, 18 October, 2017 | ৩ কার্তিক ১৪২৪ বঙ্গাব্দ |
সংবাদ শিরোনাম
শিক্ষা, স্বাস্থ্য ও অবকাঠামোসহ সর্বক্ষেত্রে এগিয়ে যাচ্ছে: শিক্ষামন্ত্রী  » «   সিলেটে এনআরবি গ্লোবাল কনভেনশন উদ্বোধন ২১ অক্টোবর  » «   সিলেটে পরিবহন ধর্মঘট প্রত্যাহার  » «   কামরান এবং আরিফ দুই জন দুই দলে জনপ্রিয়  » «   মৌলভীবাজারে শোকের মাতম চলছে  » «   নগরবাসীকে সব ধরণের সেবা দিতে সিসিক অঙ্গীকারবদ্ধ: আরিফ  » «   জালালাবাদ রাগীব রাবেয়া মেডিকেল কলেজ হাসপাতালের সফলতা  » «   পরোয়ানা থাকলেই খালেদাকে গ্রেপ্তার করা হবে এটা ঠিক নয়: আইজিপি  » «   সিলেটে বুধবার থেকে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট  » «   মিয়াদ খুনের ঘটনায় সিলেটে ছাত্রলীগের চারদিনের কর্মসূচি  » «   মিয়াদের লাশ নিয়ে ছাত্রলীগের মিছিল, চৌহাট্টায় সড়ক অবরোধ  » «   ‘আমার মেয়ের মতো ইন্টারনেট আসক্ত যেন কেউ না হয়’  » «   সিলেটে ছাত্রলীগের গ্রুপিং: আর কত লাশ পড়বে?  » «   মুখে কৈ মাছ আটকে যুবকের মর্মান্তিক মৃত্যু  » «   কুয়েতে অগ্নিকাণ্ডে ৫ সিলেটির মৃত্যু  » «  
Advertisement
Advertisement

ইলিয়াস আলী শিকড় সন্ধানী লেখক গবেষক: প্রফেসর নন্দলাল শর্মা

দৈনিকসিলেটডটকম:বিশিষ্ট গবেষক লেখক প্রফেসর নন্দলাল শর্মা বলেছেন বহুমাত্রিক প্রতিভার অধিকারী মোহাম্মদ ইলিয়াস আলী এক জন শিকড় সন্ধানী লেখক গবেষক। তিনি আমাদের সমৃদ্ধ সাহিত্য-সংস্কৃতি প্রবাসে বুকে তোলে ধরতে ব্যাপকভাবে কাজ করে যাচ্ছেন।সোমবার সন্ধ্যায় মোহাম্মদ ইলিয়াস আলীকে নিয়ে ‘ঘাস’ প্রকাশনী আয়োজিত আড্ডায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি আরো বলেন, মোহাম্মদ ইলিয়াস আলী বেতার এবং টিভির এক জন জনপ্রিয় গীতিকার। তার গানে মাটি ও মানুষের কথা অত্যন্ত চমৎকার ভাবে উপস্থাপিত হয়েছে।
‘ঘাস’ প্রকাশনীর ব্যবস্থাপনা পরিচালক কবি নাজমুল হক নাজুর পরিচালনায় আড্ডায় অংশগ্রহন করেন সিলেট অনলাইন প্রেসক্লাবের সভাপতি কবি মুহিত চৌধুরী, সাংবাদিক আ ফ ম সাঈদ, কবি আব্দুর রশিদ, প্রবাসী লেখক কাকন ফকির, কবি ফজলুররহমান বাবুল, মাস্টার হেকিম উদ্দিন ও লেখক জাহেদ আলী।
নিজের অনুভূতি প্রকাশ করতে গিয়ে লেখক, গবেষক ও গীতিকার মোহাম্মদ ইলিয়াস আলী বলেন, নিজের বিবেক এবং দায়বদ্ধতা থেকে তিনি সাহিত্য এবং সংস্কৃতি চর্চা করে যাচ্ছেন।তিনি ঘাস প্রকাশনীকে এধরনের একটি চমৎকার আড্ডার আয়োজন করার জন্য ধন্যবাদ জানান।

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
দৈনিক সিলেট ডট কম
২০১১

উপদেষ্টা: ড.এ কে আব্দুল মোমেন
সম্পাদক: মুহিত চৌধুরী
অফিস: ২৬-২৭ হক সুপার মার্কেট, জিন্দাবাজার সিলেট
মোবাইল : ০১৭১ ২২ ৪৭ ৯০০,  Email: dainiksylhet@gmail.com

Developed by: