Friday, 20 April, 2018 | ৭ বৈশাখ ১৪২৫ বঙ্গাব্দ |

Advertisement

সিলেট-১ আসনে বিএনপির প্রার্থী হচ্ছেন খালেদা জিয়া !

দৈনিকসিলেটডেস্ক:আগামী জাতীয় সংসদ নির্বাচনে সিলেট-১ আসন থেকে বিএনপির প্রার্থীতা করবেন দলটির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া। মর্যাদার আসন বলে খ্যাত এই আসন ছাড়াও তিনি ফেনী এবং বগুড়া থেকেও নির্বাচন করবেন।

মঙ্গলবার দুপুরে নির্বাচনে প্রার্থীতার বিষয়ে নীতিগত এমন সিদ্ধান্ত হয় বলে নাম প্রকাশ না করার শর্তে দলের একজন কেন্দ্রীয় নেতা এ তথ্য নিশ্চিত করেছেন। তার ভাষ্যমতে, দলের সিলেট অঞ্চলের কয়েকজন শীর্ষ নেতাদের কাছেও এ ধরনের বার্তা এসে পৌঁছেছে।

প্রসঙ্গত, সিলেট-১ একটি মর্যাদাপূর্ণ আসন। এ আসনে যে দলের প্রার্থী বিজয়ী হন, সে দল সরকার গঠন করে বলে ‘মিথ’রয়েছে। ১৯৭৩ সালে প্রথম জাতীয় সংসদ নির্বাচনে দেওয়ান ফরিদ গাজী এ আসন থেকে এমপি নির্বাচিত হন।সুত্র:সিলেটেরসকাল

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
দৈনিক সিলেট ডট কম
২০১১

সম্পাদক: মুহিত চৌধুরী
অফিস: ২৬-২৭ হক সুপার মার্কেট, জিন্দাবাজার সিলেট
মোবাইল : ০১৭১ ২২ ৪৭ ৯০০,  Email: dainiksylhet@gmail.com

Developed by: