সিলেটের জেলা প্রশাসক ওএসডি নগরীতে মিষ্টি বিতরণ
সিলেটের জেলা প্রশাসক মোহাম্মদ শের মাহবুব মুরাদকে ওসএসডি করার সংবাদ বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত হওয়ার পর মিষ্টি বিতরণ করা হয়েছে। সোমবার (১৮ আগষ্ট) সন্ধ্যায় কালেক্টটরেক্ট মসজিদের সামনে কয়েকজনকে মিষ্টি বিতরন করতে দেখা যায়।
এ সময় ফরহাদ, জাবেদ, তানবির সহ অনেকেই জানান সিলেটের ডিসির অনেক আগেই চলে যাওয়া উচিৎ ছিল। কিন্ত সেটা হল সব শেষ হওয়ার পর। তারপরও আমরা খুশী বিলম্বে হলেও তাকে ওএসডি করা হয়েছে। এসময় তাদের কয়েকজনকে বিভিন্নজনকে মিষ্টি মুুখ করাতে দেখা যায়।
প্রসঙ্গত, সোমবার (১৮ আগস্ট) জনপ্রশাসন মন্ত্রণালয়ের মাঠ প্রশাসন-২ শাখা থেকে এক প্রজ্ঞাপনে বলা হয়েছে, বিসিএস (প্রশাসন) ক্যাডারের নিম্নবর্ণিত কর্মকর্তাকে তার নামের পাশে উল্লেখিত জেলায় জেলা প্রশাসক ও মেলা ম্যাজিস্ট্রেট পদে বদলি/ পদায়ন করা হলো। জনস্বার্থে জারীকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।
আদেশে সরওয়ার আলমকে সিলেট জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট পদে বদলি/পদায়ন করা হয়েছে।








