সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার নরসিংপুর ইউনিয়ন আওয়ামীলীগ নেতার বিরুদ্ধে দুই পরিবারের ফসলি জমি দখলের অভিযোগে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (২০ জুলাই) দুপুরে দোয়ারাবাজার উপজেলা প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেন ভুক্তভোগী এই দুই পরিবার।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন, দোয়ারাবাজার উপজেলার নরসিংপুর ইউনিয়নের চাইরগাঁও গ্রামের মৃত আব্দুল আজিজের পুত্র আব্দুল মতিন ও পূর্বচাইরগাঁও গ্রামের প্রবাসী নজরুল ইসলাম এর স্ত্রী শাহানা আক্তার।
লিখিত বক্তব্যে আব্দুল মতিন বলেন,নরসিংপুর ইউনিয়নের নাছিমপুর মৌজায় (২১৯ নং দাগের) ৮ কেদা জমি খরিদ সূত্রে মালিক হয়ে ১৯৭৭ সাল থেকে ভোগ দখল করে আসছেন তার পিতা মৃত: আব্দুল জহির। পিতার মৃত্যুর পর থেকে তিনি ও তার ভাইয়েরা পৈতৃক এই সম্পত্তি ভোগ দখল করে আসছেন দীর্ঘ কয়েকবছর ধরে। আওয়ামীলীগ ক্ষমতায় থাকাকালে খাইরগাঁও গ্রামের মৃত মফিজ আলী’র পুত্র সিদ্দেক আলী ওরফে ইশকার নরসিংপুর ইউনিয়ন আওয়ামীলীগের প্রভাবশালী নেতা হওয়ায় বিগত সরকারের দলীয় ক্ষমতার প্রভাবে গত ৩ বছর আগে জমি দখলের অপচেষ্টায় লিপ্ত হয়ে বার বার জমিতে খুঁটি স্থাপনের পায়তারা করে। বাঁধার মুখে সিদ্দেক আলী একাধিকবার জমি দখলের অপচেষ্টায় ব্যার্থ হলেও স্থানীয় লাঠিয়ালি বাহিনী দিয়ে নিরীহ পরিবারকে হুমকি দিয়ে আসছে। গত ৫ আগষ্টে আওয়ামী সরকার পতনের পর স্থানীয় একটি প্রভাবশালী ভূমিখেকু চক্রকে হাতে নিয়ে মালিকানা জমি দখলের পায়তারা করে আসছে। এছাড়াও ভূমি অফিসে গিয়ে অর্থের মাধ্যমে ধাপে ধাপে হয়রানি করে আসছেন আওয়ামীলীগ নেতা সিদ্দেক আলী।
প্রবাসীর স্ত্রী শাহানা আক্তার বলেন, একই এলাকার পূর্বচাইরগাঁও গ্রামের মৃত ফিরুজ মিয়া’র পুত্র নজরুল ইসলাম একই মৌজার (৪০১ নং) দলিলে ৪৫ শতক ভূমি ক্রয়সূত্রে মালিক হয়ে ১০ বছর যাবত ভোগদখল করে আসছেন। নজরুল ইসলাম প্রবাসে থাকায় ও তার স্ত্রী শাহানা আক্তার সন্তানদের নিয়ে লেখাপড়ার সুবাদে শহরে থাকেন। এই সুযোগে সিদ্দেক আলী বিভিন্ন ভাবে জমি দখলের অপচেষ্টা করে আসছে। সর্বশেষ গত দেড়মাস আগে জমি দখলের পায়তারায় সবার অগোচরে জমিতে হালচাষ করে। খবর পেয়ে শাহানা আক্তার এলাকায় এসে বিষয়টি সম্পর্কে সিদ্দেক আলীকে জিজ্ঞেস করলে তিনি উত্তেজিত হয়ে স্থানীয় একদল প্রভাবশালী লাঠিয়ালি বাহিনীর মাধ্যমে হুমকি দমকি দেয় এবং তারা বাড়িতে না থাকার সুবাদে যেকোন সময় যেকোন মূল্যে জমি দখলে নিয়ে যেতে পারে এমন শঙ্কায় দিন পার করছেন প্রবাসীর এই পরিবার।
বক্তারা জানান, ভূমিখেকু সিদ্দেক আলী’র এমন অপচেষ্টায় দুটি পরিবার আতঙ্কে দিনপাত করছে। সংবাদ সম্মেলনে ভূমিখেকু আওয়ামিলীগ নেতা সিদ্দেক আলী ওরফে ইশকার এর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে প্রশানের নিকট জোর দাবি জানান।
এসময় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন, মো: লিটন মিয়া,মাও সৈয়দুল হক,হাসান মিয়া প্রমুখ।
অভিযোগের বিষয়ে জানতে চাইলে সিদ্দেক আলীর ব্যবহূত 01315961621 মোবাইল নাম্বারে একাধিকবার কল করা হলেও তিনি ফোন রিসিভ করেন নি।
