
বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাকে আবারও প্রধানমন্ত্রী বানাতে ৭ জানুয়ারি মা-বোনদের সাথে নিয়ে দলবেঁধে ভোট কেন্দ্রে গিয়ে নৌকায় ভোট দেওয়ার আহ্বান জানিয়েছেন সিলেট-৪ আসনে আওয়ামীলীগ মনোনীত প্রার্থী ইমরান আহমদ।
তিনি আরও বলেন, আপনাদের সেবক হিসেবে কাজ করতে, উন্নয়নের ধারা অব্যাহত রাখতে, গ্রাম-গঞ্জের উন্নয়নের স্বার্থে ৭ তারিখ সকাল থেকে ঘরের সবাইকে নিয়ে নৌকা মার্কায় ভোট দিয়ে আওয়ামীলীগকে পুনরায় সরকার গঠন করতে সকলের সহযোগিতা প্রয়োজন। আওয়ামীলীগ সরকার গঠন করতে পারলে দেশ ডিজিটাল থেকে স্মার্ট দেশে রূপান্তরিত হবে। দেশের মানুষের কর্মসংস্থান, জীবনমান উন্নয়ন, শিক্ষা ও চিকিৎসার ব্যাপক কল্যাণ হবে বলেও আশ্বস্ত করেন মন্ত্রী ইমরান আহমদ।
তিনি বলেন আপনারা আমাকে ভোট দিয়ে ৬ বার এমপি বানিয়েছেন, আমি ৬ বার এমপি হয়েও কোন দুর্নীতির সাথে জড়িত হয়েছি কিনা তা আপনারাই মূল্যায়ন করবেন। সব সময় গরীব দুঃখি মেহনতী মানুষের কল্যাণে কাজ করেছি। আমার কোন ভুল ত্রুটি হলে মাফ করে দিয়ে ৭ জানুয়ারি নারী-পুরুষ সকলকেই ভোট কেন্দ্রে গিয়ে আপনাদের মহামূল্যবান ভোট দিয়ে নৌকার বিজয় সুনিশ্চিত করে ৭ম বারের মতো আমাকে এমপি বানানোর জন্য অনুরোধ। রবিবার (৩১ ডিসেম্বর) সন্ধ্যা ৬টায় কোম্পানীগঞ্জের তেলিখাল বাজারে তেলিখাল ইউনিয়নের ৫নং ওয়ার্ড আওয়ামীলীগ সভাপতি সালেহ আহমদের সভাপতিত্বে সিলেট জেলা যুবলীগ নেতা রমিজ উদ্দিনের পরিচালনায় পথসভায় এসব কথা বলেন মন্ত্রী ইমরান আহমদ।
এসময় উপস্থিত ছিলেন সিলেট জেলা পরিষদের সদস্য ও প্রবীণ আওয়ামীলীগ নেতা আপ্তাব আলী কালা মিয়া, জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক এড. মাহফুজুর রহমান, আইন বিষয়ক সম্পাদক এড. আজমল আলী, উপ-দফতর সম্পাদক মজির উদ্দিন, উপজেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলী আমজাদ, সহ-সভাপতি হুমায়ুন কবির মছব্বির, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ ইয়াকুব আলী, অকিল বিশ্বাস, সাংগঠনিক সম্পাদক এডভোকেট শাহজাহান চৌধুরী, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক ফরহাদ হোসেন, উপজেলা যুবলীগের আহ্বায়ক আলা উদ্দিন, যুগ্ম আহ্বায়ক আব্দুর রহমান, ইসলামপুর পশ্চিম ইউনিয়নের চেয়ারম্যান জিহাদ আলী, ইসলামপুর পশ্চিম ইউনিয়নের সাবেক চেয়ারম্যান শাহ মোহাম্মদ জামাল উদ্দিন, তেলিখাল ইউনিয়ন আওয়ামীলীগের কমর উদ্দিন চৌধুরী, দক্ষিণ রণিখাই ইউনিয়ন আওয়ামীলীগের প্রচার সম্পাদক এখলাছ আলী, তেলিখাল ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান আজিম উদ্দিন, দক্ষিণ রণিখাই ইউনিয়ন শ্রমিকলীগের সাধারণ সম্পাদক আজির উদ্দিন, উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ফারুকুজ্জামান রানা ও বর্তমান সভাপতি ওমর আলী সহ উপজেলা আওয়ামীলীগ, সহযোগী অঙ্গসংগঠনের শত শত নেতাকর্মী উপস্থিত ছিলেন।