হবিগঞ্জ-৪ (চুনারুঘাট-মাধবপুর) আসনের সাবেক সংসদ সদস্য ও শিল্পপতি সৈয়দ মোঃ ফয়সল চুনারুঘাটে এক জনসভায় বলেছেন, আমার রাজনীতি জনগণের ভালোবাসার রাজনীতি, তিনি ঘোষণা দিয়েছেন যে, রাজারবাজারের ব্রিজ নির্মাণ করে বাকি কাজ শুরু হবে, রাজারবাজারের মানুষের দীর্ঘদিনের দাবি পূরন হবে। আমি রাজারবাজারের ব্রিজ করে আমি রাজা হবো। এমপি নির্বাচিত হলে তিনি এই ব্রিজের কাজ সম্পন্ন করার প্রতিশ্রুতি দেন।
মঙ্গলবার (২১ অক্টোবর) বিকেলে চুনারুঘাট উপজেলার রাজারবাজার পূজামণ্ডপ পরিদর্শনে গিয়ে স্থানীয়দের সঙ্গে শুভেচ্ছা বিনিময়কালে তিনি এসব কথা বলেন।
সাবেক এমপি ফয়সল বলেন, আমার রাজনীতি জনগণের ভালোবাসার রাজনীতি। আমি যখনই সুযোগ পেয়েছি, মানুষের দুঃখ-কষ্টের পাশে থেকেছি। রাজারবাজারের এই ব্রিজ শুধু উন্নয়নের প্রতীক নয়, এটি হবে জনদুর্ভোগ মুক্তির প্রতীক। তিনি আরও যোগ করেন, “আমি আমার জীবনের মূল সময়টি মানুষের সহযোগিতা করে কাটিয়েছি, এখনও বাকি দিনগুলো সেবা করে কাটাতে চাই। এছাড়াও তিনি আমু, শাওতাল লাইন, চন্ডি সহ উপজেলার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেন।
এ সময় উপস্থিত ছিলেন সাবেক মেয়র নাজিম উদ্দিন সামছু, উপাধ্যক্ষ মোজাম্মেল হক তালুকদার, সাবেক ইউপি চেয়ারম্যান আবু ছালেহ মোহাম্মদ শফিকুর রহমান, উপজেলা যুবদলের আহবায়ক এডভোকেট মোজাম্মেল হক, যুগ্ন আহবায়ক শফিক মিয়া মহালদার, সৈয়দ আবু নাইম হালিম সহ স্থানীয় নেতৃবৃন্দ, পূজা উদযাপন পরিষদের সদস্য এবং অসংখ্য সাধারণ মানুষ। পরে তিনি পূজামণ্ডপের পুরোহিতদের সঙ্গে কথা বলেন ও শুভেচ্ছা বিনিময় করেন।
