বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন এবং লিডিং ইউনিভার্সিটির মধ্যে চুক্তি স্বাক্ষর অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৭ আগস্ট ২০২৫) ইউজিসি কর্তৃক আয়োজিত চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে “Higher Education Acceleration and Transformation (HEAT) প্রজেক্ট বিষয়ক এ চুক্তি স্বাক্ষরিত হয়েছে।
বাংলাদেশ বিশ্ববিদ্যালয়ের মঞ্জুরি কমিশনের পক্ষে ইউজিসির সচিব ড. মো. ফখরুল ইসলাম এবং লিডিং ইউনিভার্সিটির পক্ষে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ তাজ উদ্দিন এ চুক্তিতে স্বাক্ষর করেন।
এসময় লিডিং ইউনিভার্সিটির সেন্টার ফর রিসার্চ ইনোভেটিভ স্টাডিজ এন্ড প্লানিং এর উপদেষ্টা ও ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন প্রফেসর ড. বশির আহমেদ ভূঁইয়া এবং লিডিং ইউনিভার্সিটির রেজিস্ট্রার মো. মফিজুল ইসলাম উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, সিলেটের বেসরকারি বিশ্ববিদ্যালয়ের মধ্যে একমাত্র লিডিং ইউনিভার্সিটি Higher Education Acceleration and Transformation (HEAT) প্রজক্টে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) ফান্ডিং লাভে সফল হয়েছে।
