একই থানার ত্রিমুখী সাফল্য, ওসিসহ ৩ জন জেলার শ্রেষ্ঠ

হবিগঞ্জ জেলা পুলিশের নিয়মিত দায়িত্ব পালনের পাশাপাশি আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে জেলা পুলিশ লাইন্সের ড্রিল শেডে সোমবার (১৮ আগস্ট) সকাল ১০টায় মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন, পুলিশ সুপার এএনএম সাজেদুর রহমান। সভায় বিভিন্ন পদবির অফিসার ও ফোর্সরা তাঁদের সমস্যা ও সংকট তুলে ধরেন। পুলিশ সুপার মনোযোগ সহকারে বক্তব্য শোনেন এবং দ্রুত সমাধানের আশ্বাস দেন। তিনি পুলিশের পেশাগত দক্ষতা বৃদ্ধির ওপর গুরুত্ব আরোপ করে আইন-শৃঙ্খলা পরিস্থিতি আরও সুসংহত রাখতে সকলকে আন্তরিকভাবে কাজ করার আহ্বান জানান। পরে জেলার বিভিন্ন থানার ওসিদের কার্যক্রম মূল্যায়ন করে অপরাধ দমন, মাদক নিয়ন্ত্রণ, মামলা নিষ্পত্তি, জনবান্ধব কার্যক্রমসহ সামগ্রিক পারফরম্যান্সের ভিত্তিতে শ্রেষ্ঠ অফিসারদের নাম ঘোষণা করা হয়।

এসময় শ্রেষ্ঠদের হাতে পুলিশ সুপার শুভেচ্ছা উপহার তুলে দেন। এর মধ্যে চুনারুঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. নুর আলম জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হন। একই থানার উপ-পরিদর্শক (এসআই) রিপটন পুরকায়স্থ এবং সহকারী উপ-পরিদর্শক (এএসআই) সালাহউদ্দিনও শ্রেষ্ঠ হিসেবে পুরস্কৃত হন। শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হয়ে নুর আলম বলেন-এটি আমার জন্য এক গর্বের মুহূর্ত। আমি চুনারুঘাটে আইন-শৃঙ্খলা রক্ষা ও অপরাধ দমনে সর্বোচ্চ গুরুত্ব দিয়েছি। এ স্বীকৃতি আমাকে আরও অনুপ্রাণিত করবে। পুলিশ সুপার মহোদয়ের দিকনির্দেশনায় জনগণের আস্থা অর্জনে আমি বদ্ধপরিকর। এসআই রিপটন পুরকায়স্থ বলেন- আমার এই অর্জন থানার সকল সদস্যের সম্মিলিত প্রচেষ্টার ফল। সামনে আরও দায়িত্বশীল হয়ে জনগণের পাশে কাজ করতে চাই।

এএসআই সালাহউদ্দিন বলেন- এই স্বীকৃতি আমার কর্মস্পৃহা আরও বাড়িয়ে দিয়েছে। অপরাধ দমন ও জননিরাপত্তা নিশ্চিত করতে আমি সর্বদা প্রস্তুত। কল্যাণ সভা শেষে পুলিশ সুপারের কার্যালয়ে জুলাই-২০২৫ মাসের অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় জেলার সামগ্রিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনা করা হয়। এতে জেলার উর্ধ্বতন কর্মকর্তাসহ সার্কেল অফিসার, থানার ওসি, তদন্ত কর্মকর্তাসহ সংশ্লিষ্ট সকল অফিসার উপস্থিত ছিলেন।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন