মৌলভীবাজারের কমলগঞ্জ সদর ইউনিয়নে প্রশাসকের উদ্যোগে ২০২৪-২৫ অর্থবছরে এক লক্ষ গাছের চারা বিতরণ কর্মসূচির অংশ হিসেবে। সোমবার (২৫ আগস্ট) সকাল ১১টায় ফলজ ও ঔষধি গাছের চারা বিতরণ করা হয়।
সদর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোছাঃ আমিনা বেগম এর সভাপতিত্বে এবং ইউনিয়ন প্রশাসনিক কর্মকর্তা মোঃ সোলেমান হাসান সঞ্চালনায়। প্রধান অতিথি ছিলেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সামছুন্নাহার পারভীন। এছাড়াও উপস্থিত ছিলেন শিক্ষক, জনপ্রতিনিধি ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গরা।
সভাপতির বক্তব্যে মোছাঃ আমিনা বেগম বলেন, কমলগঞ্জ ইউনিয়ন পরিষদ সর্বদা জনগণের উন্নয়ন ও কল্যাণে কাজ করে যাচ্ছে। আজকের এই উদ্যোগ জনগণের মধ্যে পরিবেশ সচেতনতা সৃষ্টি করবে এবং স্বাস্থ্য সুরক্ষায় সহায়ক হবে। ভবিষ্যতেও ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে। প্রধান অতিথি সামছুন্নাহার পারভীন বলেন, আজকের এই চারা বিতরণ কেবল আনুষ্ঠানিকতা নয়, বরং আগামী প্রজন্মের জন্য একটি সবুজ, সুস্থ ও টেকসই ভবিষ্যৎ নির্মাণের প্রতিশ্রুতি। গাছ শুধু পরিবেশই রক্ষা করে না, জীববৈচিত্র্য সংরক্ষণ ও অর্থনৈতিক উন্নয়নেও ভূমিকা রাখে। ফলজ গাছ আমাদের পুষ্টি দেয়, আর ঔষধি গাছ প্রাকৃতিক চিকিৎসায় অমূল্য ভূমিকা রাখে। ইউনিয়নের ৪ টি মাদ্রাসায় ১ টি উচ্চ বিদ্যালয় ও ১২টি প্রাথমিক বিদ্যালয়ে মোট ৮৫০টি গাছের চারা বিতরণ করা হয়। প্রতিটি প্রতিষ্ঠানে ৫০টি করে চারা দেওয়া হয়।