বেতন বৈষম্য নিরসন, নিয়োগবিধি সংশোধন, টেকনিক্যাল পদমর্যাদা প্রদানসহ ৬ দফা বাস্তবায়নের দাবিতে কর্মবিরতি পালন করছেন সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার স্বাস্থ্য সহকারীরা।
সোমবার সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের প্রাঙ্গণে কর্ম বিরতি পালন কালে বক্তব্য রাখেন,বাংলাদেশ হেল্থ এসিস্ট্যান্ট এসোসিয়েশন তাহিরপুর উপজেলা শাখার সভাপতি দিবাকর সরকার।
এছাড়াও বক্তব্য রাখেন,সংগঠনের সাধারণ সম্পাদক মাহুমুদুল হাসান,দেবরাজ পুরকায়স্থ, মোঃ জবান আলী, মোঃ এমদাদুল হক, মোঃ সজীব আহম্মদ, রিংকু চৌধুরী, মোঃ ইকবাল হোসেন, স্বাস্থ্য পরিদর্শক একেএম রফিকুল ইসলাম, সহকারী স্বাস্থ্য পরিদর্শক নবী হোসেন চৌধুরী সহ আরো আনেকেই।
উপস্থিত বক্তাগন বলেন, নিয়োগবিধি সংশোধন, শিক্ষাগত যোগ্যতা স্নাতক বা সমমান সংযোগ, ১৪তম গ্রেড প্রদান, ইন-সার্ভিস ডিপ্লোমা প্রশিক্ষণের মাধ্যমে ১১তম গ্রেডে উন্নীতকরণ, টেকনিক্যাল পদমর্যাদা প্রদান, পদোন্নতির ক্ষেত্রে ধারাবাহিকভাবে পরবর্তী উচ্চতর গ্রেড প্রদানের দাবি জানানো হয়েছে। আমরা আমাদের ন্যায দাবী দ্রুত পূরণ করা না হলে আমাদের কর্মবিরতি চলবে। দাবী মানা হলেই আমরা কর্ম ক্ষেত্রে যাব।
