ছাতকে যৌথবাহিনীর অভিযানে দক্ষিণ খুরমা ইউনিয়নের খুরমা গ্রামের চিহ্নিত সন্ত্রাসী ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. আব্দুল খালিককে অস্ত্রসহ গ্রেফতার করা হয়েছে।
শনিবার (২৭ সেপ্টেম্বর) দুপুরে তাকে নাশকতা মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতে পাঠানো হলে বিচারক তার জামিন নামঞ্জুর করে জেলে পাঠান।
পুলিশ জানায়, শুক্রবার রাতে অভিযানে তার বাড়ির একটি খড়ের ঘর থেকে একটি দেশীয় রিভলভার, একটি পাইপগান, দুই রাউন্ড কার্তুজ ও সাতটি দেশীয় ধারালো অস্ত্র উদ্ধার করা হয়। অভিযানকালে ছাতক থানার এসআই সৈয়দ গোলাম সারোয়ার ও সঙ্গীয় ফোর্স উপস্থিত ছিলেন।
আওয়ামী লীগ নেতা খালিক দক্ষিণ খুরমা ইউনিয়নের খুরমা গ্রামের মৃত আব্দুল গফুরের ছেলে। পুলিশ জানায়, তিনি দীর্ঘদিন ধরে এলাকায় চিহ্নিত সন্ত্রাসী হিসেবে পরিচিত।
১৯৯৯ সালে সাবেক এমপি মোহিবুর রহমান মানিকের সংবর্ধনা সভায় প্রকাশ্যে গুলি চালানোর অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। এ ঘটনায় আওয়ামী লীগের বহু নেতা-কর্মী গুলিবিদ্ধ হন। এছাড়াও প্রবাসীদের বাড়ি-ঘর ও জমি অস্ত্রের ভয় দেখিয়ে দখল করার একাধিক অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে।
এ বিষয়ে ছাতক থানার অফিসার ইনচার্জ সফিকুল ইসলাম খান বলেন, নাশকতার মামলায় তাকে আদালতে পাঠানো হয়েছে। তবে তার বাড়ি থেকে বিপুল পরিমাণ অস্ত্র উদ্ধারের সত্যতা নিশ্চিত করেন।