‎জামালগঞ্জে হাসপাতালের অনিয়মের প্রতিবাদে মানববন্ধন

‎সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চরম অব্যবস্থাপনা, রোগীদের প্রতি অবহেলা এবং চিকিৎসা সেবার অনিয়মের প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

‎বুধবার সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের প্রধান ফটকের সামনে স্থানীয় জনসাধারণ ও ভুক্তভোগীরা এই মানববন্ধন কর্মসূচি পালন করেন।

‎মানববন্ধনে বক্তারা অভিযোগ করে বলেন, জামালগঞ্জ উপজেলার ৬ টি ইউনিয়নের প্রায় দুই লক্ষ মানুষের স্বাস্থ্য সেবার একমাত্র ভরসার জায়গা জামালগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। ‎কিন্তু দুঃখের বিষয় হাসপাতালে চিকিৎসক ও নার্সদের দায়িত্বে চরম অবহেলার কারণে রোগীরা পর্যাপ্ত চিকিৎসা থেকে বঞ্চিত হচ্ছে। এতে করে প্রতিনিয়তই ভোগান্তির মধ্যে পড়তে হচ্ছে উপজেলার স্বাস্থ্যসেবা প্রত্যাশীরা।

‎এসময় বক্তারা হাসপাতালের অব্যবস্থাপনার তীব্র নিন্দা জানিয়ে বলেন, “সরকার স্বাস্থ্যখাতে কোটি কোটি টাকা ব্যয় করছে, কিন্তু এর সুফল সাধারণ মানুষ পাচ্ছে না। এভাবে চলতে থাকলে গরিব মানুষ কোথায় যাবে?” বিশেষ করে হাসপাতালের মাস্টাররুলে আয়া-বুয়া নিয়োগ, রোগীদের খাবার ব্যবস্থাপনা ও সরকারি ওষুধ বন্টনেও ব্যাপক অনিয়ম ও দুর্নীতির কথা তুলে ধরেন। বক্তারা আরো বলেন,জরুরি বিভাগে এমবিবিএস কোনো চিকিৎসক উপস্থিত না থাকাতে অনেক রোগীকে ভোগান্তিতে পড়তে হচ্ছে। তাছাড়া হাসপাতালের পরিষ্কার-পরিচ্ছন্নতা নেই বললেই চলে। বহির্বিভাগে প্রতিটি টেস্টে অতিরিক্ত ফি আদায়, ব্যান্ডেজ ও কাটা-ছেঁড়া হাসপাতালের ভেতরে না করে ব্যক্তিগত চেম্বারে করানো, ভর্তি রোগীদের আবাসন সমস্যা, হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারের মালিকদের ব্যবসায়িক সিন্ডিকেট এবং হাসপাতালের ভেতরে দালালদের অবাধ প্রবেশ নিয়েও ক্ষোভ প্রকাশ করেন বক্তারা।

‎মানববন্ধনে বক্তারা আগামী ৭ দিনের মধ্যে দ্রুত হাসপাতালের সেবার মান উন্নয়ন, অনিয়মের তদন্ত ও দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের দাবিসহ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার অপসারণের দাবি জানান। অন্যথায় কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন।

‎এদিকে মানববন্ধন শেষে বিকেলে সুনামগঞ্জ জেলা প্রশাসকের কাছে স্বারকলিপি প্রদান করেন উপজেলার বিভিন্ন শ্রেনীপেশার মানুষ।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন