জুলাই গণঅভ্যুত্থানের ধারাবাহিকতায় ৫ই আগস্ট আওয়ামী ফ্যাসিবাদে পতন ও ছাত্র-জনতার বিজয়ের বর্ষপূর্তি পালন উপলক্ষে সুনামগঞ্জের তাহিরপুরে উপজেলা বিএনপি বিজয় মিছিল করেছে।
মঙ্গলবার (০৫ আগষ্ট) সকালে বিজয় মিছিল উপলক্ষ্যে উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে মিছিল নিয়ে দলীয় কার্যালয় মিলিত হয় নেতাকর্মীরা।
পরে বিএনপি দলীয় কার্যালয় থেকে বিশাল মিছিল উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক পদক্ষিন করে পূর্ব বাজারে মিলিত হয়।
এসময় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির আহবায়ক বাদল মিয়া সভাপতিত্বে কেন্দ্রীয় কৃষকদের যুগ্ম সাধারণ সম্পাদক ও সুনামগঞ্জ জেলা কৃষক দলের আহবায়ক, জেলা বিএনপি আহবায়ক কমিটির সদস্য আনিসুল হক।
উপজেলা আহবায়ক কমিটির ১ম যুগ্ম আহবায়ক জুনাব আলীর সঞ্চালনায় বক্তব্য রাখেন, জেলা আহবায়ক কমিটির সদস্য সালমা নজির, আবুল কালাম আজাদ, উপজেলা বিএনপি আহবায়ক কমিটির সদস্য মেহেদী হাসান উজ্জ্বল, রাকাব উদ্দিন, উপজেলা যুবদল আহবায়ক এনামুল হক এনাম, ছাত্র আহবায়ক আবুল হাসান রাসেল প্রমূখ।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষক দল, মৎস্যজীবি দল, স্বেচ্ছাসেবকদল, ছাত্রদলসহ অঙ্গ সংগঠনের কয়েক হাজার নেতাকর্মীরা।
