জুলাই গণঅভ্যুত্থানে শহিদ সোহাগ এর সমাধিস্থলে পুষ্পস্তবক অর্পণ করেন ডিসি

জুলাই গণঅভ্যুত্থানে শহিদ সোহাগ মিয়ার সমাধিস্থলে পুষ্পস্তবক অর্পণ করেছেন সুনামগঞ্জ জেলা প্রশাসক ডাঃ ইলিয়াস মিয়া।

মঙ্গলবার সকাল ৯টায় জামালগঞ্জ উপজেলার ভিমখালি ইউনিয়নের গোলামীপুর গ্রামের সোহাগ মিয়ার সমাধিস্থলে গিয়ে পুষ্পস্তবক অর্পণ করার পর মোনাজাত করা হয়।

এসময় উপস্থিত ছিলেন, পুলিশ সুপার তোফায়েল আহমেদ, উপজেলা নির্বাহী কর্মকর্তা মুশফিকীন নূর, শহীদ সোহাগের পিতাসহ স্থানীয় এলাকাবাসীরা।

এরপর পরে জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণে জুলাই শহিদ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করেন। পরে জেলা পর্যায়ের বিভিন্ন দপ্তর পুষ্পস্তবক অর্পণ করেন। পুষ্পস্তবক অর্পণ শেষে জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণ থেকে শোভাযাত্রা শুরু করে জেলা শিল্পকলা একাডেমিতে এসে শেষ হয়। জেলা শিল্পকলা একাডেমির মিলনায়তনে জুলাই গণঅভ্যুত্থান দিবস উদযাপন উপলক্ষে আহত যোদ্ধাদের সম্মাননা, জুলাই শহিদ পরিবারের সম্মিলন ও স্মৃতিচারণ এবং সাংস্কৃতিক ও পুরস্কার বিতরণ করা হয়।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন