টাঙ্গুয়ার হাওর নিয়ে ফেসবুকে বিরূপ ভিডিও পোস্ট, প্রতিবাদে থানায় জিডি

সুনামগঞ্জের মধ্যনগর ও তাহিরপুর উপজেলার সীমানায় থাকা টাঙ্গুয়ার হাওরকে নিয়ে ফেসবুকে একটি ভিডিও পোস্ট করে বিরুপ মন্তব্য করায় জেলার ধর্মপাশা থানায় সাধারণ ডায়েরি করা হয়েছে।

ধর্মপাশা উপজেলার খলাপাড়া গ্রামের বাসিন্দা সাইবার নিরাপত্তা বিষয়ক তরুণ উদ্যোক্তা ও পরিবেশকর্মী নাজমুল হক সজীব (২৫) বৃহস্পতিবার (১৭ জুলাই) বিকেলে এই জিডিটি করেছেন।

জিডিতে তিনি উল্লেখ করেছেন, সুনামগঞ্জ জেলার টাঙ্গুয়ার হাওরটি তাহিরপুর ও মধ্যনগর উপজেলার সীমানায় অবস্থিত। হাওরের পাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে দেশের বিভিন্ন স্থান থেকে ছুটে আসেন পর্যটকেরা। টাঙ্গুয়ার হাওরকে মাদার অব ফিসারিজ অর্থাৎ সব হাওরের মা বলা হয়। দূর দুরান্ত থেকে বিভিন্ন মাধ্যমে ধর্মপাশা, মধ্যনগর, তাহিরপুর উপজেলার রাস্তা দিয়ে মানুষজন টাঙ্গুয়ার হাওরে আসা যাওয়া করেন। পর্যটকদের আগমনে এই তিনটি উপজেলায় মানুষজনের কর্ম সংস্থান দিন দিন বেড়েই চলেছে। পাশাপাশি অর্থনৈতিক দিক দিয়েও এগিয়ে যাচ্ছে। গত ১০জুলাই সকাল ১১টার দিকে তিনি তাঁর বসতবাড়ীতে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক ব্যবহার করার সময় দেখতে পান যে, গত ৯ জুলাই Mohammad Iqbal (https:// www.facebook.com/Mohammadiqbal.bd) নামক ফেসবুক পেইজ থেকে টাঙ্গুয়ার হাওরকে নিয়ে একটি এক মিনিট ৩১ সেকেন্ডের ভিডিও পোস্ট করেন। এই ভিডিওতে তিনি বলেন, প্রতিদিন ৪০ টি হাউজ বোটে অনুমান ১০০০ জন পর্যটক টাঙ্গুয়ার হাওরে ঘুরতে যায়। ১০০০ জন লোক যদি তিন দিন হাওরে থাকে এবং প্রতিদিন দুই বার করে অর্থাৎ ১০০০ জনে তিন দিনে ৬০০০ বার টাঙ্গুয়ার হাওরে পায়খানা প্রস্রাব করে। টাঙ্গুয়ার হাওরে আসা পর্যটকদের উদ্দেশ্যে তিনি আরো বলেন, যদি কেউ টাঙ্গুয়ার হাওরে যায় তাহলে টাঙ্গুয়ার হাওরের পানিতে থাকা পায়খানা প্রস্রাব গায়ে মাখিয়ে নিয়ে আসবে, পায়খানা মিশ্রিত পানি মুখে নিয়ে কুলি করবে, সুপ তৈরী করে খেতে হবে। সব শেষে তিনি পর্যটকদের টাঙ্গুয়ার হাওরে না যাওয়ার জন্য নিরুৎসাহিত করেন। উক্ত ভিডিও মুহুর্তের মধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয় এবং সারা বাংলাদেশের মানুষ জনের নিকট ছড়িয়ে যায়। যার দরুন সুনামগঞ্জ জেলার অন্যতম দর্শনীয় স্থান টাঙ্গুয়ার হাওর অঞ্চলের সুনাম ক্ষুন্ন হইয়াছে।

পরিবেশ কর্মী নাজমুল হক সজীব বলেন, এই ভিডিও প্রচারের কারণে বর্তমানে এবং ভবিষ্যতে টাঙ্গুয়ার হাওরে পর্যটকদের আগমণ কমে যাবে এবং জনগণের আয়ের উৎস বিপুলভাবে ক্ষতিগ্রস্থ হওয়ার আশঙ্কা রয়েছে।আমি সুনামগঞ্জ জেলার স্থায়ী বাসিন্দা এবং একজন সচেতন নাগরিক হিসাবে অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়ে ঘটনাটি থানায় সাধারণ ডায়েরিভুক্ত করেছি।

ধর্মপাশা থানার ওসি মোহাম্মদ এনামুল হক বলেন, টাঙ্গুয়ার হাওর নিয়ে ফেসবুকে একটি ভিডিও প্রকাশ করে বিরুপ মন্তব্য করায় এ নিয়ে থানায় জিডি করা হয়েছে। বিষয়টিকে অতীব গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন