সুনামগঞ্জের তাহিরপুরের বালিয়াঘাট বাজারে দুই পক্ষের সংঘর্ষে মহিলাসহ ২০ জন আহত হয়েছে। একেই সময়ে বাজারে এক পক্ষের দুটি দোকান লুটপাট ও ভাংচুরের ঘটনা ঘটেছে।
আহতদের মধ্যে গুরুত্ব আহত রবিন মিয়া (২৫) কে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে উন্নত চিকিৎসার জন্য পাঠানো হয়েছে। এছাড়া দু’পক্ষের মহিলাসহ ৫ জনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। অন্যান্যদের প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।
শনিবার বিকেলে উপজেলা উত্তর শ্রীপুর ইউনিয়নের বালিয়াঘাট বাজারে(নতুন বাজার) ওমর আলী ও আমীর আলী মেম্বারের মধ্যে এ ঘটনাটি ঘটেছে।
স্থানীয় এলাকাবাসী জানান, বড়ছড়া কয়লা আমদানি কারক সমিতির নিয়োজিত পাহাড়াদার আমীর আলীর ছোট ভাই শামসু মিয়া কিছু দিন পূর্বে ওমর আলীর ছেলে সাবিবুল মিয়ার চোরাই চুনাপাথর বোঝাই একটি নৌকা আটক করে। এ নিয়ে বিচার শালিশের সমাধান হয়। এরপর আজ বিকেলে বিআইডব্লিউটিএর টাকাও তুলতে যাওয়ার জন্য বাজারে মিটিং করে ওমর আলী ও তার লোকজন।
এ নিয়ে বিকেলে আমীর আলী মেম্বার বালিয়াঘাট বাজারে (নতুন বাজার) ওমর আলীকে বলে যে বিআইডব্লিউটিএর টাকা যারা দায়িত্বে আছে তারা তুলবে তোমরা কেন তুলবে যাবে, এই কথা বলার পর পরেই ওমর আলী ক্ষিপ্ত হয়ে আমীর আলী মেম্বার এর সাথে কথা কাটাকাটি শুরু করে। এক প্রর্যায়ে ওমর আলী লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে আমীর আলীর উপর হামলা চালায় ও বাজারে থাকা দুটি দোকান লুটপাট করে, পরে বাড়িতে গিয়েও হামলা চালায়। এসময় দুই পক্ষের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে লিপ্ত হয়।
তাহিরপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি দেলোয়ার হোসেন জানান, খবর পেয়ে ট্যাকেরঘাট পুলিশ ফাঁড়ির পুলিশ সদস্যরা গিয়ে নিয়ন্ত্রণে আনে। এই বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে। পরিস্থিতি এখন নিয়ন্ত্রিতে রয়েছে।
