তাহিরপুরে ৮টি শিক্ষা প্রতিষ্ঠান থেকে জিপিএ ৫ পেয়েছে ২৪ জন


সুনামগঞ্জের তাহিরপুর উপজেলায় ২০২৫ সালের এসএসসি পরীক্ষায় ৬টি উচচ বিদ্যালয় ও দুটি মাদ্রাসাসহ ৮টি শিক্ষা প্রতিষ্ঠানের ২৪ জন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছে।

বৃহস্পতিবার প্রকাশিত এসএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল প্রকাশিত হলে এই তথ্য পাওয়া গেছে।

খোঁজ নিয়ে জানা গেছে, জিপিএ ৫ পেয়ে প্রথম স্থানে আছে তাহিরপুর সরকারি উচ্চ বিদ্যালয়ে ৮টি,৭ টি পেয়ে দ্বিতীয় স্থানে আছে বাদাঘাট পাবলিক উচ্চ বিদ্যালয়ে,৫টি পেয়ে তৃতীয় স্থানে আছে ট্যাকেরঘাট খনিজ প্রকল্প উচ্চ বিদ্যালয়, আইডিয়াল ভিশনে ২টি, লউড়েরগড় উচ্চ বিদ্যালয়ে ১টি ও বাগলি উচ্চ বিদ্যালয়ে ১টি।

অপর দিকে মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে দাখিল পরীক্ষায় তাহিরপুর উপজেলায় দুইটি জিপিএ ৫ পেয়েছে। এর মধ্যে বাদাঘাট রহমানিয়া আওয়ামী দাখিল মাদ্রাসায় একটি জিপিএ ৫ পেয়েছে ও বালিজুরি এইচএ উলুম সিনিয়র মাদ্রাসায় ১টি পেয়েছে এবং তৃতীয় স্থানে আছে হাজী ইউনুছ আলী উচ্চ বিদ্যালয়।

উল্লেখ্য,উপজেলার ২০টি উচ্চ বিদ্যালয়ে পরীক্ষা অংশ গ্রহণ করে ১,৮৩০ জন শিক্ষার্থী, এর মধ্যে অকৃতকার্য হয়েছে ১,১৪৯জন শিক্ষার্থী। পাশের হারে প্রথম স্থানে আছে আইডিয়াল ভিশন একাডেমি। দ্বিতীয় স্থানে আছে কলাগাও চারাগাও উচ্চ বিদ্যালয় এবং তৃতীয় স্থানে আছে হাজী ইউনুছ আলী উচ্চ বিদ্যালয়। আর বাদাঘাট পাবলিক উচ্চ বিদ্যালয়ে উপজেলার সবোচ্ছ শিক্ষার্থী পরীক্ষায় অংশ গ্রহণ করে ২৬৪ জন এর মধ্যে ১৭৩ জন কৃতকার্য হয়েছে এবং জিপিএ ৫ পেয়েছে ৭ জন। পাশেস হার ৬৫.৫৩।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন