দোয়ারাবাজারে অবৈধভাবে বালু উত্তোলনে আটক ৪

সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার চিলাই নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে চার জনকে আটক করেছে দোয়ারাবাজার থানা পুলিশ। সেই সাথে বালু ভর্তি একটি কাঠের নৌকাও জব্দ করা হয়।

রোববার (১০ আগষ্ট) রাত ২টার দিকে এ অভিযান পরিচালনা করে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন-উপজেলার সুরমা ইউনিয়নের রায়নগর গ্রামের মৃত আইয়ুবুর রহমানের পুত্র কমর আলী(৩৪), রবিবুল ইসলাম (২৫), শানসুল ইসলাম(২০), আজাদ মিয়ার পুত্র খালেদ মিয়া (১৯)।

দোয়ারাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহিদুল হক বিষয়টি নিশ্চিত করে জানান, ‘বালু মহাল ও মাটি ব্যবস্থনা আইনে মামলা রুজু করে আসামীদেরকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।সেই সাথে অবৈধ বালু উত্তোলনে থানা পুলিশের অভিযান অব্যাহত থাকবে।’

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন