ধর্মপাশায় পাঁচ দফা দবীতে খেলাফত মজলিশের বিক্ষোভ মিছিল

পাঁচ দফা বাস্তবায়নের দাবীতে বাংলাদেশ খেলাফত মজলিশের কেন্দ্রীয় কর্মসূচী হিসেবে সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলায় বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২৬সেপ্টেম্বর) বিকেল তিনটার দিকে বাংলাদেশ খেলাফত মজলিশ ধর্মপাশা উপজেলা শাখা এই বিক্ষোভ মিছিলের আয়োজন করে।

মিছিলটি ধর্মপাশা বাজার বড় জামে মসজিদের প্রধান প্রবেশপথে সামনে থেকে শুরু করে উপজেলার সদরের গুরুত্বপূর্ণ সড়ক গুলো প্রদক্ষিণ করে উপজেলা পরিষদের প্রধান প্রবেশপথের সামনে গিয়ে শেষ হয়। এর পর সেখানে দাড়িয়ে বাংলাদেশ খেলাফত মজলিশ ধর্মপাশা উপজেলা শাখার সাধারণ সম্পাদক মাওলা মঈনুল ইসলামের সঞ্চালনায় বক্তব্য দেন ওই সংগঠনের সভাপতি মাওলানা আমিনুল ইসলাম, সিনিয়র সহ-সভাপতি মাওলানা কামরুল ইসলাম ও নির্বাহী সদস্য মাওলানা আলী হাসান প্রমুখ।

বক্তারা তাদের বক্তব্যে, জুলাই সনদের অবিলম্বে বাস্তবায়ন, আওয়ামী লীগের দোসর ও আধিপত্যবাদী ভারতের এদেশীয় এজেন্ট-জাতীয় পার্টি রাজনীতে নিষিদ্ধকরণ, আগামী নির্বাচনে লেভেল প্লেইং ফিল্ড তৈরি, জুলাই গণহত্যার বিচার দৃশ্যমান করা এবং আগামী জাতীয় সংসদ নির্বাচনে উচ্চকক্ষে পিআর পদ্ধতি বাস্তবায়নের এই পাঁচ দফা দাবী গুলো প্রেস করেন।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন