নেটফ্লিক্সকে সতর্ক করল সৌদি ও মিত্র দেশগুলো

দৈনিকসিলেটডেস্ক:  সৌদি আরবসহ জিসিজিভুক্ত দেশগুলো ওটিটি প্লাটফর্ম ও অনলাইন সম্প্রচার জায়ান্ট নেটফ্লিক্সকে সতর্ক করেছে। দেশগুলো নেটফ্লিক্সকে ইসলামি মূল্যবোধ ও নীতি ভঙ্গ করে বা আঘাত দেয় এমনকিছু সম্প্রচার না করতে বলেছে।

এছাড়া ইসলামিক মূল্যবোধে আঘাত হানে এমন সব কন্টেন্ট সরিয়ে ফেলার দাবি নেটফ্লিক্সের কাছে জানিয়েছে পারস্য সাগরের তীরের দেশগুলো।

তবে কোন কোন কন্টেন্ট সরাতে বলেছে, সে বিষয়ে কোনো বিস্তারিত তথ্য দেয়নি সৌদি গণমাধ্যম।

তবে সৌদির রাষ্ট্রীয় টিভি আল ইখবারিয়ায় বিতর্কিত একটি ফরাসি সিনেমার ক্লিপ দেখানো হয়েছে। এছাড়াও সমকামিতাকে নেটফ্লিক্স উৎসাহিত করছে এমন অভিযোগও আনা হয়েছে টেলিভিশনটির আরেকটি প্রতিবেদনে।

যৌথ বিবৃতিতে সৌদির জেনারেল কমিশন ফর অডিওভিজ্যুয়াল মিডিয়া এবং জিসিসি কমিটি অভ ইলেক্ট্রনিক মিডিয়া বলেছে, ‘(নেটফ্লিক্স) শিশুদের কথা বিবেচনা করে এবং আইনের প্রতি সম্মান জানিয়ে এসব কন্টেন্ট সরিয়ে ফেলতে তাদের (নেটফ্লিক্স) সাথে যোগাযোগ করা হয়েছে।

সূত্র: বিবিসি

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন