বালিজুড়ী ইউনিয়ন বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার বালিজুরী ইউনিয়ন বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৩০ আগস্ট) বালিজুরী ইউনিয়ন বিএনপির আয়োজনে দুপুরে বালিজুরী মাদ্রাসা মাঠে সম্মেলনে বালিজুরী ইউনিয়ন বিএনপি আহবায়ক আছব্বির আলী খাঁ এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন, সহ-সাধারণ সম্পাদক বাংলাদেশ কৃষক দল কেন্দ্রীয় শাখা ও সুনামগঞ্জ জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য আনিসুল হক। সদস্য সচিব আমিরুল ইসলামের সঞ্চালনায় প্রথমে কুরআন তেলাওয়াত করেন বালিজুরী বাজার মাসজিদে মুয়াজ্জিন হাফেজ জিয়াউর রহমান। কুরআন তেলাওয়াত শেষে নেতাকর্মীগণ বাংলাদেশের জাতীয় পতাকা ও জাতীয়তাবাদ বিএনপির দলীয় পতাকা উত্তোলন করে শান্তির প্রতীক পায়রা উড়িয়ে বালিজুরী ইউনিয়ন বিএনপির দ্বিবার্ষিক সম্মেলনের শুভ উদ্বোধন করে নেতাকর্মীগণ।

‎সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সুনামগঞ্জ জেলা বিএনপি সাবেক সহ-সভাপতি ও সদস্য সুনামগঞ্জ জেলা বিএনপি আহ্বায়ক কমিটির সদস্য আবুল কালাম, তাহিরপুর উপজেলা বিএনপি আহ্বায়ক বাদল মিয়া, বিএনপির আহবায়ক কমিটির ১ম যুগ্ম আহ্বায়ক জুনাব আলী, যুগ্ম আহবায়ক মেহেদী হাসান উজ্জ্বল, আবুল হুদা, সদস্য মোরসালিন, যুবদল আহবায়ক এনামুল হক এনাম সহ সাইদুল কিবরিয়া, সফি আলম, রফিকুল ইসলাম, নজরুল শাহ, মোশাহিদ আলী তালুকদার, চাঁন মিয়া মাস্টার, আমীর শাহ, জবা মিয়া, শাহীন মেম্বার, আবুল হুদা, জুবায়ের জয়নাল, তোজাম্মিল হক নাসরুম, আবুল হাসান রাসেল প্রমুখ।

এসময় ইউনিয়নের ৯টি ওয়ার্ডের আহবায়ক ও সদস্য সচিব সহ নেতা কর্মী গন উপস্থিত ছিলেন।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন