হবিগঞ্জের বাহুবল উপজেলার লামাতাশি ইউনিয়নের কাজিহাটা গ্রামে নাজমা বেগম (৩০) নামে এক গৃহবধুর রহস্যজনক মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২১ অক্টোবর) গভীর রাতে বাড়ির পাশে বাঁশঝাড় থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।
স্থানীয় সূত্রে জানা গেছে, নিহত নাজমা বেগমের স্বামী জসিম উদ্দিন মালদ্বীপ প্রবাসী তিনি সেখানেই অবস্থান করছেন। ঘটনার পর থেকেই নিহতের শ্বশুরবাড়ির লোকজন গা-ঢাকা দিয়েছে। ধারণা করা হচ্ছে, ধারালো অস্ত্র দিয়ে গলা কেটে হত্যা করা হয়েছে নাজমা বেগমকে। সন্দেহের তীর এখন শ্বশুরবাড়ির লোকজনের দিকেই।
বাহুবল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে। প্রাথমিকভাবে মনে হচ্ছে এটি পারিবারিক বিরোধের জেরে সংঘটিত হত্যাকাণ্ড হতে পারে। গলায় ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন পাওয়া গেছে। তিনি আরও জানান, ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান চলছে। এদিকে, নাজমা বেগমের মৃত্যুর ঘটনায় পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয়রা এ হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত ও দোষীদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়ার দাবি জানিয়েছেন।
