দেশব্যাপী জামায়াত বিএনপির হরতাল, অবরোধ ও নৈরাজ্যের প্রতিবাদে সিলেটের কোম্পানীগঞ্জে উপজেলা মহিলা আওয়ামী লীগের মানববন্ধন পালিত হয়েছে। বুধবার (৮ নভেম্বর) বিকাল ৩টায় উপজেলা কেন্দ্রীয় শহিদ মিনার প্রাঙ্গণে মানববন্ধন পালন কালে সভাপতিত্ব করেন উপজেলা মহিলা আওয়ামী লীগের সভানেত্রী নাসরিন জাহান ফাতেমা।
সাধারণ সম্পাদিকা তামান্না আক্তার হেনার সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, কোম্পানীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ সদস্য আপ্তাব আলী কালা মিয়া, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা তাঁতী লীগের সভাপতি সাংবাদিক শের তারিকুল ইসলাম, উপজেলা মৎসজীবি লীগের সাধারণ সম্পাদক মোঃ ইমাম উদ্দিন,উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ও স্বেচ্ছাসেবক লীগ নেতা ফারুকুজ্জামান রানা, তেলিখাল ইউনিয়ন মহিলা আওয়ামী লীগের সভানেত্রী সবুতারা বেগম, সাধারণ সম্পাদিকা আফিয়া বেগম ও সাংগঠনিক সম্পাদিকা মনোয়ারা বেগম, পশ্চিম ইউনিয়ন শাখা কমিটির সভানেত্রী হাসিনা বেগম ও সাধারণ সম্পাদিকা তাজিরুন বেগম, উত্তর রণিখাই ইউনিয়ন শাখা কমিটির সাধারণ সম্পাদীকা নিলুফা বেগম, পূর্ব ইসলামপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আব্দুস সালাম আজাদ,উত্তর রণিখাই ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক আব্দুল মজিদ।
মানববন্ধনে উপস্থিত ছিলেন মহিলা আওয়ামী লীগ নেত্রী নাসিমা আক্তার,হোসনেয়ারা বেগম, মনোয়ারা বেগম, সরুফা বেগম, ফাতেমা বেগম,উপজেলা ছাত্রলীগ নেতা মাহবুব আহমদ সহ বিভিন্ন ইউনিয়নের মহিলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ।
প্রধান অতিথির বক্তব্যে আপ্তাব আলী কালা মিয়া বলেন, সন্ত্রাসী কার্যকলাপ করে সংবিধান বহির্ভূতভাবে আর ক্ষমতায় যাওয়া যাবে না। এ দেশে আর কখনো সংবিধান বহির্ভূত ভাবে নির্বাচন হবেনা। তাই বাংলার মানুষ স্বাধীনতা বিরোধী কাউকে আর কখনো ক্ষমতায় নিয়ে আসবেনা। তাই দেশের শান্তিময় পরিবেশ যারা নষ্ট করার চেষ্টা করবে তাদেরকে রাজনৈতিক ভাবে উচিত জবাব দেওয়া হবে।
