বিশ্বম্ভরপুরে তাহিয়া একাডেমির উদ্যোগে সাঁতার প্রশিক্ষণ ক্যাম্প

সুনামগঞ্জের বিশ্বম্ভরপুরে তাহিয়া একাডেমির উদ্যোগে সাঁতার প্রশিক্ষণ ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১ সেপ্টেম্বর)উপজেলা প্রশাসনের হাওর বিলাস প্রাঙ্গণে শিশুদের সাঁতার শেখানোর প্রশিক্ষণ ক্যাম্প অনুষ্ঠিত হয়। এতে এলাকার প্রশিক্ষণার্থী অংশগ্রহণ করে।

প্রধান অতিথি ও প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন, বিশ্বম্ভরপুর উপজেলা ফায়ার সার্ভিস ইনচার্জ আলী হায়দার।

এসময় উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন সুনামগঞ্জ জেলা সভাপতি মুফতি শহিদুল ইসলাম পলাশী,বিশ্বম্ভরপুর প্রেসক্লাব সভাপতি স্বপন কুমার বর্মন,জমিয়তে উলামে ইসলাম বিশ্বম্ভরপুর উপজেলা সভাপতি আবুল কাশেম সাঈদ প্রমূখ।

তাহিয়া একাডেমীর প্রতিষ্ঠাতা পরিচালক সাংবাদিক শফিউল আলমের সঞ্চালনায় আলোচনা সভায় বক্তারা বলেন,শিশুদের সাঁতার শেখানোর মাধ্যমে তাদের আত্মরক্ষা, আত্মবিশ্বাস ও শারীরিক সক্ষমতা বৃদ্ধিপায়। এছাড়াও যে কোন প্রশিক্ষণ মানব জীবনে সামনের দিকে এগিয়ে যেতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তাহিয়া একাডেমির এ উদ্যোগ স্থানীয় ভাবে প্রশংসিত হয়েছে।

একাডেমির প্রতিষ্ঠাতা পরিচালক সাংবাদিক শফিউল আলম জানান এ কার্যক্রম আগামীতেও অব্যাহত থাকবে এবং সুনামগঞ্জ শহরে অতি দ্রুত সময়ের মধ্যে সাতাঁর প্রশিক্ষণ ক্যাম্পের আয়োজন করা হবে ইনশাআল্লাহ। এ ব্যাপারে তিনি সকলের সহযোগিতা কামনা করেন।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন