উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ তাজ উদ্দিন
বিশ্বে ক‍্যারিয়ার গড়তে নিজেকে যোগ্য করে গড়ে তুলতে হবে

লিডিং ইউনিভার্সিটির ইংরেজি বিভাগের উদ‍্যোগে “Career Opportunity in Canada Prospects and Challenges” শীর্ষক সেমিনার সোমবার (১৮ আগস্ট) বিকাল সাড়ে ৩টায় বিশ্ববিদ্যালয়ের গ‍্যালারী-১ এ অনুষ্ঠিত হয়েছে।

সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লিডিং ইউনিভার্সিটির উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ তাজ উদ্দিন। ইংরেজি বিভাগের বিভাগীয় প্রধান মিসেস শাম্মী আক্তারের সভাপতিত্বে সেমিনারে আলোচক হিসেবে কানাডায় ক‍্যারিয়ার গঠনের সুযোগ এবং চ‍্যালেঞ্জেস নিয়ে আলোচনা করেন ইংরেজি বিভাগের অ‍্যালামনাস (১৮তম ব‍্যাচের শিক্ষার্থী) জাহিদ মাসুম। আলোচনা পর্বে তিনি শিক্ষার্থীদের কানাডায় ক‍্যারিয়ার গড়ার বিষয়ে বিভিন্ন প্রশ্নের উত্তরে গুরুত্বপূর্ণ পরামর্শ প্রদান করেন।

অন‍্যান‍্য দেশের চেয়ে কানাডায় ক‍্যারিয়ার গড়ার সুযোগ ভালো উল্লেখ করে সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ তাজ উদ্দিন বলেন, কোন কিছু অর্জন করতে হলে নিজের ইচ্ছা শক্তি থাকতে হবে এবং তা বাস্তবায়ন করতে হলে কঠোর পরিশ্রমের বিকল্প নেই। তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, অ‍্যালামনাইরা আমাদের এম্বাসেডর। তাই শিক্ষার্থীদের ক‍্যারিয়ার গড়তে অ‍্যালামনাইদের সাথে যোগাযোগ রাখার পরামর্শ দেন তিনি। তিনি আরো বলেন, ভালো কমিউনিকেশন স্কিলের মাধ্যমেই দক্ষ মানব সম্পদে পরিনত হওয়া যায়। তাই তিনি শিক্ষার্থীদের এ বিষয়ে গুরুত্ব দিতে হবে। পরিশেষে তিনি সেমিনারের মাধ‍্যমে শিক্ষার্থীদের গুরুত্বপূর্ণ পরামর্শ প্রদান করার জন‍্য তিনি আলোচককে ধন্যবাদ জানান এবং অতি দ্রুত সময়ের মধ‍্যে এ অনুষ্ঠান আয়োজন করার জন‍্য ইংরেজি বিভাগকে ধন্যবাদ জ্ঞাপন করেন।

ইংরেজি বিভাগের ৬৪তম ব‍্যাচের শিক্ষার্থী ফাহমিদা আতিয়ার সঞ্চালনায় সেমিনারে ইংরেজি বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।

সেমিনার আয়োজনে সার্বিক সহযোগিতায় ছিলেন ইংরেজি বিভাগের ৬৩তম ব‍্যাচের শিক্ষার্থী রুদ্র সরকার সৈকত, লিমা রানী সরকার, সালমান বিন শাকিল, উম্মে কুলসুম বুশরা, আহমেদ বিন ফারুক চৌধুরী, তাহরিম তিশা, তাসফিয়া সায়িদ এবং ৬৪তম ব‍্যাচের শিক্ষার্থী আলেমা আনজুম মানতাকা।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন