দৈনিকসিলেটডটকম: মেয়র আরিফুল হক চৌধুরীর ব্যক্তিগত সহকারী মুহিবুল ইসলাম ইমন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। শনিবার (২৩ মে) সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের ল্যাবে নমুনা পরীক্ষার পর ফলাফলে যে ১৮ জনের করোনা পজেটিভ আসে তার মধ্যে একজন মুহিবুল ইসলাম ইমন। তাকে বর্তমানে নিজ বাসায় আইসোলেশনে রাখার প্রক্রিয়া চলছে।
বিষয়টি শনিবার রাতে নিশ্চিত করেছেন সিটি কর্পোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. জাহিদুল ইসলাম।
এদিকে সিলেট সিটি কর্পোরেশনের আরিফুল হক চৌধুরীকে সর্তক থাকতে তাঁর শুভাকাঙ্খীরা আহ্বান জানিয়েছেন। তারা বলেন, মেয়র আরিফ নগরবাসীর জন্য মাঠে ময়দানে ঘুরে বেড়াচ্ছেন, অসহায় মানুষদের সহায়তা করছেন, কখনও লাঠি হাতে নিজে হকার তাড়াচ্ছেন, ভেজাল বিরোধী অভিযান পরিচালনা করছেন এমতাবস্থায় তার ব্যক্তিগত নিরাপত্তার জন্য আরো যত্নশীল হতে হবে।