মধ্যনগরে মা-মেয়েসহ একদিনে পানিতে ডুবে ৩ জনের মৃত্যু

সুনামগঞ্জের মধ্যনগর উপজেলায় একদিনে পানিতে ডুবে দুই নারী ও এক মেয়ে শিশুস ৩ জনের মৃত্যু হয়েছে। তিনজনের বাড়িই হলো নেত্রকোণা জেলার কলমাকান্দা উপজেলায়। তাদের মধ্যে যাত্রীবাহী একটি নৌকা ডুবিতে শামছুন্নাহার বেগম (৭০) নামের এক বৃদ্ধ নারী ও এবং ভিক্ষাবৃত্তিতে বের হয়ে ৩ বছরের শিশু মেয়ে বিথীকে কুলে নিয়ে খাল পারাপার হতে গিয়ে বিলকিস আক্তার (৩০) নাামর এক মায়ের মর্মান্তিক মৃত্যু হয়েছে।

শুক্রবার (১৮জুলাই) সকাল ১১টার দিকে উপজেলার পিপড়াকান্দা অটোস্ট্যান্ড সংলগ্ন ব্রিজের নিচ দিয়ে যাওয়ার সময় শালদিগা হাওরের প্রবল স্রোতে ট্রলারটি উল্টে গিয়ে এই দূর্ঘটনা ঘটে। এর আগে সকাল সাড়ে ১০টার দিকে ২নং বংশীকুণ্ডা দক্ষিণ ইউনিয়নের নয়ানগর গ্রামের মসজিদের পশ্চিম পাশে খালের পানিতে মা ও মেয়ের লাশ ভেসে উঠতে দেখে স্থানীয় লোকজন লাশটি দুটি উদ্ধার করে।

মধ্যনগর থানা পুলিশ ও স্থানীয় প্রত্যক্ষদর্শীদের মাধ্যমে জানা গেছে, পার্শ্ববর্তী জেনে নেত্রকোণার কলমাকান্দা উপজেলার বড়খাপন ইউনিয়নের দুর্লভপুর গ্রামের মৃত আজিজ মিয়ার স্ত্রী তার পরিবারের ৫ সদস্যসহ দুই দিন আগে সুনামগঞ্জ জেলার ধর্মপাশা উপজেলার জয়শ্রী ইউনিয়নের সরস্বতীপুর গ্রামে বেড়াতে গিয়েছিলেন। শুক্রবার সকাল ১০টার দিকে ধর্মপাশা উপজেলার জয়শ্রী ইউনিয়নের স্বরসতীপুর গ্রাম থেকে শামছুন্নাহার বেগম তার পরিবারের ৫ সদস্যকে সাথে নিয়ে স্বামীর বাড়িতে যাওয়ার উদ্দেশ্যে ছাদযুক্ত একটি নৌকায় ২৫ থেকে ৩০ জন যাত্রীর সঙ্গে তারা মধ্যনগরের দিকে রওনা হন। বেলা ১১টার দিকে মধ্যনগর উপজেলার পিপড়াকান্দা ব্রিজের নিচে পৌঁছালে প্রবল স্রোতের ঘুরপাকে পরে নৌকাটি উল্টে গিয়ে ডুবে যায়। অধিকাংশ যাত্রী সাঁতরে তীরে উঠতে সক্ষম হলেও শামছুন্নাহারকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। পরবর্তীতে স্থানীয়রা তল্লাশি চালিয়ে বেলা ১২টার দিকে নৌকার ছাদের ভেতর থেকে তাকে উদ্ধার করে দ্রুত স্থানীয় চিকিৎসকের কাছে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

আর কলমাকান্দা উপজেলার গিলাচৌকা গ্রামের বাসিন্দা মৃত মকবুল হোসেনের মেয়ে শারিরীক প্রতিবন্ধী বিলকিস আক্তার (৩০) বৃহস্পতিবার (১৭জুলাই) সকালে মধ্যনগর উপজেলার গলইখালী গ্রামে তার দুই বছরের শিশু মেয়ে বিথীকে নিয়ে ভিক্ষা করা শেষে বাড়ি ফেরার পথে ২নং বংশীকুণ্ডা দক্ষিণ ইউনিয়নের নয়ানগর গ্রামের মসজিদের পাশে মা তার মেয়েকে কুলে নিয়ে গিয়ে ডিঙি নৌকা দিয়ে খাল পারাপার হওয়ার সময় ডিঙি নৌকাটি ডুবে গেলে খালের পানিতে তারা দুজন নিখোঁজ হন। বিলকিস আক্তার স্বামী পরিত্যক্তা ছিলেন। তার স্বামীর নাম হান্নান মিয়া। তার বাড়ি ওই একই এলাকায়। শুক্রবার (১৮জুলাই) সকাল সাড়ে ১০টার দিকে ওই খালের পানিতে মা ও মেয়ের লাশ ভেসে উঠতে দেখে স্থানীয় লোকজন লাশটি উদ্ধার করে মধ্যনগর থানা পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনা স্থলে গিয়ে লাশের সুরতহাল শেষে কোনো অভিযোগ না থাকায় বিলকিস আক্তার ও তার মেয়ের লাশ দাতের স্বজনদর কাছে হস্তান্তর করা হয়। এছাড়া মা বিলকিস আর মেয়ে বিথী তাদের শেষ আলিঙ্গন কাঁদিয়ে গেল গোটা সমাজকে।

মধ্যনগর থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মো. আলমগীর হোসেন ও এসআই নাজমুল ইসলাম যৌথভাবে এই লাশ উদ্ধারের সত্যতা নিশ্চিত করেন।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন