হবিগঞ্জের মাধবপুরে খেলাফত মজলিসের ছয় দফা দাবির সমর্থনে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৬ সেপ্টেম্বর) বিকাল ৫টায় উপজেলা ও পৌর শাখার উদ্যোগে এ কর্মসূচি পালিত হয়।
বিক্ষোভ মিছিলটি মাধবপুর বাজার ও হাইওয়ে সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা গেইটের সামনে গিয়ে শেষ হয়।
এসময় বক্তব্য রাখেন খেলাফত মজলিস হবিগঞ্জ জেলা সেক্রেটারি এডভোকেট ছরওয়ার রহমান চৌধুরী শামীম, মাধবপুর উপজেলা সেক্রেটারি মাওলানা তাজুল ইসলাম, উপজেলা সভাপতি মাওলানা শাহ গিয়াস উদ্দিন প্রমুখ।
বক্তারা ছয় দফা দাবির বাস্তবায়নে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান এবং ভবিষ্যতের যেকোনো কেন্দ্রীয় কর্মসূচি সফল করতে নেতাকর্মীদের প্রস্তুত থাকার নির্দেশ দেন।
