“মানসম্মত হেলমেট ও নিরাপদ গতি, কমবে জীবন ও সম্পদের ক্ষতি”—এই প্রতিপাদ্যে হবিগঞ্জের মাধবপুরে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত হয়েছে।
বুধবার (২২ অক্টোবর) সকাল সাড়ে ১০টায় উপজেলা প্রশাসনের উদ্যোগে এক র্যালি বের হয়ে পৌর শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জাহিদ বিন কাশেম। সঞ্চালনায় ছিলেন বিআরডিবি কর্মকর্তা মো. ফয়সল চৌধুরী।
অনুষ্ঠানে উপজেলা শিক্ষা কর্মকর্তা মো. জাকিরুল ইসলাম, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. ইমরুল হাসান, এসআই মো. শাহনূর ইসলাম, ফায়ার সার্ভিস ইনচার্জ মো. রাকিবুল ইসলাম, প্রেসক্লাব সভাপতি তোফাজ্জল হোসেন চৌধুরী, সাধারণ সম্পাদক কায়েস আহমেদসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতারা বক্তব্য রাখেন।
বক্তারা সড়কে শৃঙ্খলা বজায় রাখা, হেলমেট ব্যবহার ও ট্রাফিক আইন মেনে চলার ওপর গুরুত্ব আরোপ করেন।
