হবিগঞ্জের মাধবপুরে জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে র্যালি, পোনা অবমুক্ত করণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৮ আগস্ট) সকাল সাড়ে ১০টায় উপজেলা পরিষদ থেকে একটি র্যালি বের হয়ে মাধবপুর বাজার ও বিভিন্ন সড়ক ঘুরে উপজেলা পরিষদ চত্বরে শেষ হয়।
র্যালিতে নেতৃত্ব দেন ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী কমিশনার (ভূমি) মো. মজিবুল ইসলাম। পরে উপজেলা পরিষদের পুকুরে বিভিন্ন জাতের মাছের পোনা অবমুক্ত করা হয়। বেলা ১১টায় উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন ভারপ্রাপ্ত ইউএনও মো. মুজিবুল ইসলাম। সভাপতিত্ব করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ইমরুল হাসান।
অন্যান্যের মধ্যে আলোচনায় অংশগ্রহণ করেন উপজেলা মৎস্য কর্মকর্তা আবু আসাদ ফরিদুল হক, বিআরডিবি কর্মকর্তা ফয়সল চৌধুরী প্রমুখ।এসময় উপস্থিত ছিলেন সাংবাদিক ও রাজনীতি নেতৃবৃন্দরা। অনুষ্ঠানে মৎস্য চাষে অভূতপূর্ব সাফল্যের জন্য মোত্তাকিন চৌধুরী, আহম্মদ আলী ও পরিমল দাসকে সম্মাননা প্রদান করা হয়।
