মানবরচিত মতবাদসমূহ ইতিহাসে শান্তি আনতে ব্যর্থ

সুনামগঞ্জে সংস্কারমূলক আন্দোলন হেযবুত তওহীদের উদ্যোগে “রাষ্ট্র সংস্কারের প্রস্তাবনা: তাওহীদভিত্তিক আধুনিক রাষ্ট্রব্যবস্থা” শীর্ষক একটি গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২০ সেপ্টেম্বর) দুপুরে শহরের পানসী রেস্টুরেন্টে আয়োজিত এ সভায় জেলার সুশীল সমাজের প্রতিনিধি, শিক্ষক, সাংবাদিক, শ্রমজীবী এবং নারী উদ্যোক্তাসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।

সভায় সভাপতিত্ব করেন হেযবুত তওহীদের সিলেট বিভাগীয় সভাপতি আলী হোসেন এবং সঞ্চালনায় ছিলেন সুনামগঞ্জ জেলা সভাপতি জাকির হোসেন। মূল প্রবন্ধ উপস্থাপন করেন হেযবুত তওহীদের কেন্দ্রীয় শিক্ষা ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক সাইফুর রহমান।

প্রবন্ধে সাইফুর রহমান বলেন, একটি রাষ্ট্রের শান্তি ও শৃঙ্খলা নির্ভর করে তার গৃহীত নীতির উপর। মানব রচিত মতবাদসমূহ ইতিহাসে শান্তি আনতে ব্যর্থ হয়েছে। বরং এসব ব্যবস্থাই অন্যায় ও সংঘাত সৃষ্টি করেছে। একমাত্র স্রষ্টার প্রদত্ত জীবনব্যবস্থাই পারে সমাজে ন্যায়, সাম্য ও সুবিচার নিশ্চিত করতে।

তিনি আরও বলেন, “আল্লাহর দেওয়া নীতিমালাতেই রয়েছে প্রকৃত বাক স্বাধীনতা এবং স্বচ্ছ, জবাবদিহিমূলক ও মুক্ত গণমাধ্যমের নিশ্চয়তা। এই ভিত্তিতেই গড়ে উঠতে পারে একটি সত্যিকারের আধুনিক ও কল্যাণমূলক রাষ্ট্রব্যবস্থা।

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন হেযবুত তওহীদের সিলেট বিভাগীয় আমীর আলী হোসেন, সুনামগঞ্জ জেলা সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন, প্রমুখ।

সভায় বক্তারা রাষ্ট্র সংস্কারে জনগণের সক্রিয় অংশগ্রহণ, বিকল্প চিন্তা ও ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠার গুরুত্ব তুলে ধরেন এবং হেযবুত তওহীদের তাওহীদভিত্তিক রাষ্ট্র গঠনের আহ্বানে সাড়া দেওয়ার জন্য সকলকে একযোগে কাজ করার আহ্বান জানান।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন