মুক্তিযোদ্ধা দল কানাইঘাট উপজেলা ও পৌর শাখার কমিটি অনুমোদন


বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল কানাইঘাট উপজেলা ও পৌর শাখার কমিটি অনুমোদন করা হয়েছে। কানাইঘাট উপজেলার সদ্য অনুমোদিত ৮১ সদস্য বিশিষ্ট এ কমিটিতে সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন হাজী কয়ছর রশীদ ও সাধারণ সম্পাদকের দায়িত্ব পেয়েছেন শমসের আলম এবং ৭১ সদস্য বিশিষ্ট এ পৌর কমিটিতে সভাপতির দায়িত্ব পেয়েছেন হাজী জালাল আহমদ ও সাধারণ সম্পাদকের দায়িত্ব পেয়েছেন এখলাছ উদ্দিন।

বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল সিলেট জেলা শাখারা সভাপতির অনুমতিক্রমে সাধারণ সম্পাদক শামীম সিদ্দিকী কানাইঘাট উপজেলা ও পৌর কমিটির অনুমোদন করেন।

নতুন কমিটির দায়িত্বপ্রাপ্ত নেতৃবৃন্দ জেলার সভাপতি ও সাধারণ সম্পাদকের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলেন, জাতীয়তাবাদী আদর্শে বিশ্বাসী আমরা।এই কমিটির মাধ্যমে ভবিষ্যতে দেশ ও জাতির কল্যাণে কাজ করে যাবো। আমরা সংগঠনের ভিত্তি মজবুত করতে ঐক্যবদ্ধভাবে কাজ করবো।“মুক্তিযোদ্ধারা জাতির শ্রেষ্ঠ সন্তান।তাঁদের সম্মান ও অধিকার আদায়ে আমরা সবসময় সচেষ্ট থাকবো ইনশাআল্লাহ।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন