৪১ আত্মীয়কে ভিজিট ভিসার আবেদনপত্রে কাউন্সিল প্যাড ব্যবহার সাবেক মেয়র আমিরুল ইসলামের বিরুদ্ধে অভিযোগ
যুক্তরাজ্যের স্থানীয় সরকার এনফিল্ড কাউন্সিলের সাবেক মেয়র ও বাংলাদেশি বংশোদ্ভূত রাজনীতিবিদ মোহাম্মদ আমিরুল ইসলামকে ঘিরে এক বিস্ময়কর ভিসা কেলেঙ্কারির অভিযোগ উঠেছে।
ব্রিটিশ দৈনিক দ্য টেলিগ্রাফ জানিয়েছে, মেয়রের পদ ব্যবহার করে তিনি বাংলাদেশ থেকে তার ৪১ জন আত্মীয় ও ঘনিষ্ঠজনকে লন্ডনে ভ্রমণের জন্য ভিসা নিশ্চিত করতে চেষ্টা চালান। এ জন্য তিনি ঢাকায় ব্রিটিশ হাইকমিশনে এনফিল্ড কাউন্সিলের অফিসিয়াল লেটারহেড (লোগোসহ) ব্যবহার করে একাধিক ‘বিকৃত বা ভুয়া’ (doctored) চিঠি প্রেরণ করেন।
চিঠিগুলোতে ভিসা আবেদনকারীদের নাম, পাসপোর্ট নম্বর, জন্মতারিখ উল্লেখ ছিল। এছাড়া ইসলাম খরচ বহনের আশ্বাস দেন এবং অতিথিদের নিজের বাড়িতে থাকার ব্যবস্থা করার কথাও উল্লেখ করেন।
১৬০ পৃষ্ঠার এক স্বাধীন তদন্ত প্রতিবেদনে বলা হয়, ইসলাম ব্যক্তিগত স্বার্থে মেয়রের পদ ব্যবহার করেছেন, যা কেবল নিয়ম ভঙ্গই নয়—বরং কাউন্সিলের মর্যাদা ও সুনামকেও মারাত্মকভাবে ক্ষুণ্ণ করেছে। তদন্তে আরও জানা যায়, যাদের জন্য আমন্ত্রণ পাঠানো হয়েছিল, তাদের মধ্যে মাত্র একজন শেষ পর্যন্ত অনুষ্ঠানে যোগ দেন।
বর্তমানে যুক্তরাজ্যের হোম অফিস এই ঘটনায় সম্ভাব্য ইমিগ্রেশন অপরাধের তদন্ত চালাচ্ছে। যদিও ইসলামকে নিঃশর্তভাবে ক্ষমা চাইতে বলা হয়েছে, তবে এখনো তিনি আনুষ্ঠানিকভাবে দুঃখপ্রকাশ করেননি।