যুক্তরাষ্ট্রভিত্তিক আমেরিকান কেমিক্যাল সোসাইটির শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শাখা স্টুডেন্ট চ্যাপ্টারের ২০২৫-২৬ সেশনের কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে।
এতে সভাপতি হিসেবে বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের ২০২০-২১ সেশনের শিক্ষার্থী বদরুল আমীন ইমন এবং সাধারণ সম্পাদক হিসেবে একই বিভাগের একই সেশনের শিক্ষার্থী মেহেদী হাসান অমিত মনোনীত হয়েছেন।
বুধবার (১৩ আগস্ট) সংগঠনটির এক সাধারণ সভায় নতুন এ কমিটি ঘোষণা করেন সদ্য বিদায়ী সভাপতি হাবিবুর রহমান।
কমিটিতে অন্য সদস্যরা হলেন- সহ-সভাপতি মিশকাতুল জান্নাত মীম, সহ-সভাপতি মেহরুজ আফরিন এবং কোষাধ্যক্ষ সুমাইয়া আফরুজ শিমু।
এ কমিটির পূর্নাঙ্গ কমিটি খুব শীগ্রই প্রকাশ করা হবে বলে জানান, সংগঠনটির নবগঠিত কমিটির সভাপতি বদরুল আমিন ইমন।
উল্লেখ্য, সংগঠনটি ২০২৩ সালে প্রতিষ্ঠা লাভের পর থেকে রসায়ন ও বিজ্ঞানের প্রসারে কাজ করে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় অসাধারণ কাজের স্বীকৃতিস্বরূপ তাঁরা ইতোমধ্যে বেশকিছু অ্যাওয়ার্ড ও গ্রান্ট অর্জন করেছে। সংগঠনটির ফ্যাকাল্টি এডভাইজর হিসেবে আছেন রসায়ন বিভাগের অধ্যাপক ড. নুর উদ্দীন আহমদ।
