
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং (ইইই) বিভাগের শিক্ষার্থীদের সংগঠন ‘ইইই সোসাইটি সাস্ট’র ৬ষ্ঠ কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। এতে সহ-সভাপতি (ভিপি) হিসেবে ২০২০-২১ সেশনের শিক্ষার্থী মো. সোহেল রানা ও সাধারণ সম্পাদক হিসেবে ২০২১-২২ সেশনের শিক্ষার্থী মো. শাহেদ আহমেদ নির্বাচিত হয়েছেন।
গত ২৩ জুলাই ২০২৫ তারিখে সর্বসম্মতিতে ইইই সোসাইটির নির্বাচন অনুষ্ঠিত হয়।
পরবর্তীতে বুধবার (৬ আগস্ট) সংগঠনটির আয়োজনে সাধারণ সভায় এই কমিটি ঘোষণা করা হয়। এসময় নতুন কমিটির নিকট দায়িত্বও হস্তান্তর করা হয়।
এসময় উপস্থিত ছিলেন ইইই বিভাগের বিভাগীয় প্রধান ড. ইফতে খায়রুল আমিন(বায়েজিদ), সহযোগী অধ্যাপক ড. মো. রাশেদুজ্জামান, সহকারী অধ্যাপক আরিফ আহমেদ, প্রভাষক মো.শরিফুল ইসলাম ও প্রভাষক মোহনা দাস গুপ্তা, প্রভাষক মো. কবির হাসান, প্রভাষক আফসানা বেগম, প্রভাষক মো. তাসফিক রহমান, প্রভাষক মঈন উদ্দিন। কমিটিতে অন্যদের মধ্যে রয়েছেন সহ-সাধারণ সম্পাদক ফাতিন হাসনাত পাভেল, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ শাহরিয়ার হোসেন, সহ-সাংগঠনিক সম্পাদক মো. রাঈম আবিদ, ক্রীড়া সম্পাদক তৌকির হোসেন, সহ-ক্রীড়া সম্পাদক মো. ইসতিয়াক হোসেন, সাংস্কৃতিক সম্পাদক মোসতাক আহমেদ সিদ্দিকী, সহ-সাংস্কৃতিক সম্পাদক স্পন্দন সাহা উৎস, প্রচার সম্পাদক ফাহিম তালুকদার এবং সহ-প্রচার সম্পাদক মাজেদুর রহমান নিরব।
কমিটিতে পদাধিকার বলে সভাপতি হিসেবে ড. ইফতে খায়রুল আমিন(বায়েজিদ) ও কোষাধ্যক্ষ হিসেবে সহকারী অধ্যাপক আরিফ আহমেদ দায়িত্ব পালন করবেন।