শাবিপ্রবি কেন্দ্রীয় অ্যালামনাই গঠনে সাধারণ সভা ২৭ সেপ্টেম্বর

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের(শাবিপ্রবি) শিক্ষার্থীদের কেন্দ্রীয় অ্যালামনাই গঠনে সাধারণ সভা অনুষ্ঠিত হবে। আগামী ২৭ সেপ্টম্বর বিকেল ৩টায় বিশ্ববিদ্যালয়ের মিনি-অডিটরিয়ামে এ সভা অনুষ্ঠিত হবে।

সোমবার (২২ সেপ্টেম্বর) আয়োজক কমিটির সমন্বয়ক দেলোয়ার ইসমাইল টিটুর পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।

বিজ্ঞপ্তিতে তিনি শাবিপ্রবির প্রাক্তন ও বর্তমান ছাত্র সবাইকে অংশগ্রহণের আমন্ত্রণ জানিয়েছেন।

বিশ্ববিদ্যালয়ের অনেক বিভাগেই নিজস্ব অ্যালামনাই অ্যাসোসিয়েশন থাকলেও কোনো কেন্দ্রীয় এলামনাই এসোসিয়েশন বিদ্যমান নেই। দীর্ঘ দিন যাবত কেন্দ্রীয় এলামনাই গঠনের জন্য অনেক উদ্যোগ নেওয়া হয়েছে । তারই ধারাবাহিকতায় প্রাক্তন শিক্ষার্থীরা এ বছরের ৫ই জানুয়ারি একটি সাধারণ সভা আয়োজন করার পরিকল্পনা করলেও তা বিভিন্ন কারনে স্থগিত হয়। দীর্ঘদিন পরে হলেও আগামী শনিবার আয়োজিত হতে যাচ্ছে সেই সাধারণ সভা। সাবেক ও বর্তমান শিক্ষার্থীদের অনেকেই এই সাধারণ সভার বিষয়ে আশাবাদী।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন