
“অভয়াশ্রম গড়ে তুলি দেশি মাছে দেশ ভরি” এ প্রতিপাদ্যকে সামনে রেখে সোমবার (১৮ আগষ্ট) উপজেলা মৎস্য দপ্তরের আয়োজনে জাতীয় মৎস্য সপ্তাহ-২০২৫ (১৮-২৪ জুলাই) উদযাপন উপলক্ষে উদ্বোধনী, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান উপজেলা নির্বাহী অফিসারের কনফারেন্স রুমে অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা নির্বাহী অফিসার পিয়াস চন্দ্র দাসের সভাপতিত্বে ও উপজেলা মৎস্য কর্মকর্তা (অঃ দাঃ) সন্দীপন মজুমদারের সার্বিক ব্যবস্থাপনা ও পরিচালনায় বক্তব্য রাখেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মোঃ মুকিদুর রহমান, উপজেলা কৃষি কর্মকর্তা শুভজিৎ রায়, ইউ আর সি আনোয়ার হোসেন, সেরা মৎস্য খামারী হাদিছুর রহমান।
এ সময় উপস্থিত বক্তারা জানান, মৎস্য সম্পদ রক্ষার্থে মৎস্য আইন মেনে চলতে সকলের প্রতি উদাত্ত আহ্বান জানান। আমরা মাছে ও ভাতে বাঙ্গালী। সুতরাং মাছ চাষ করে আমাদের চাহিদা পুরন করতে হবে। তারা আরও বলেন শাল্লা হাওর বেষ্টীত এলাকা হাওরে পানি বেশি হলে মাছের পোনা বেশি হয় । এছাড়া উপজেলা নির্বাহী অফিসারের পুকুরের ২০ কেজি কার্প জাতীয় মাছের পোনা অবমুক্ত করেন।
অনুষ্ঠানে এলাকার বিভিন্ন খামারী সহ স্থানীয় প্রমূখ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন