দৈনিক শ্যামল সিলেটের বার্তা সম্পাদক আবুল মোহাম্মদের মৃত্যুতে গভীর শোক ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করেছে মাল্টিমিডিয়া জার্নালিস্ট অ্যাসোসিয়েশন সিলেট (এমজাস)। সোমবার এমজাস-এর আহ্বায়ক, যুগ্ম আহ্বায়ক ও সদস্য সচিব সংগঠনের সকল সদস্যের পক্ষ থেকে এ শোকবার্তা প্রেরণ করেন।
এক শোকবার্তায় এমজাস-এর নেতৃবৃন্দ মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানান।
সিলেটের সাংবাদিকতায় আবুল মোহাম্মদের অবদান স্মরণ করে সংগঠনের নেতৃবৃন্দ বলেন, তাঁর মৃত্যু সিলেটের সাংবাদিক সমাজের জন্য এক অপূরণীয় ক্ষতি।
