হবিগঞ্জের সাতছড়ি জাতীয় উদ্যানের সেগুন গাছ চুরির ঘটনাস্থল পরিদর্শন করছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের যুগ্ম সচিব বন অধিশাখা শামিমা বেগম।
রবিবার (৩১ আগস্ট) বিকাল সাড়ে ৫টায় তিনি সাতছড়ি জাতীয় উদ্যানের সেগুন গাছ চুরির ঘটনাস্থল পরিদর্শন করে এসে হামলার শিকার দৈনিক কালবেলা’র প্রতিনিধি মোজাহিদ মুশি ও দৈনিক বাংলা টাইমস এর জেলা প্রতিনিধি ত্রিপুরারি দেবনাথ এর বক্তব্য নেন। এসময় হবিগঞ্জ জেলা প্রশাসক ড. মো: ফরিদুর রহমান, চুনারুঘাট উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাহবুব আলম মাহবুব, সহকারী বন সংরক্ষক জামিল হোসেন সহ উচ্চ পদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। পরিদর্শন শেষে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের যুগ্ম সচিব (বন অধিশাখা) শামিমা বেগম উপস্থিত সাংবাদিকদের জানান, সেগুন গাছ চুরি ও সাংবাদিকদের উপর হামলার বিষয়টি আমরা গুরুত্বসহকারে নিয়েছি। এ ব্যাপারে তদন্তপূর্বক ব্যবস্থা গ্রহণ করা হবে।
