সুনামগঞ্জে আমার চোখে জুলাই বিপ্লব শহিদদের স্বরণে গ্রিন স্কুল ক্লিন স্কুল কর্মসূচি

আমার চোখে জুলাই বিপ্লব শহিদদের স্বরণে গ্রিন স্কুল ক্লিন স্কুল কর্মসূচি সুনামগঞ্জের মধ্যনগরে পালিত হয়েছে। রবিবার (৩ আগষ্ট) দুপুরে জেলা পরিষদ ও স্থানীয় সরকার বিভাগের আয়োজনে উপজেলার বিশ্বেশ্বরী পাবলিক উচ্চ বিদ্যালয় ও কলেজের সামনে এ উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

শহিদদের রক্তের বিনিময়ে বৈশম্যহীন সমাজ গড়ার প্রত্যয়ে জুলাই বিপ্লব সংগঠিত তারুণ্যের আইডিয়ায় গণঅভ্যুত্থানের বর্ষপূতিতে সভায় সভাপতিত্ব করেন,মধ্যনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা(ইউএনও) উজ্জ্বল রায়।

স্কুলের সিনিয়র শিক্ষক মাখন চন্দ্র মহানায়ক এর সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন,জেলা প্রশাসক ডঃ মোহাম্মদ ইলিয়াস মিয়া।

এছাড়াও অন্যানদের মাঝে বক্তব্য রাখেন,জেলা পরিষদ নির্বাহী কর্মকর্তা আয়েশা আমার, মধ্যনগর বিশ্বেশ্বরী পাবলিক উচ্চ বিদ্যালয় ও কলেজ অধ্যক্ষ বিজন কুমার তালুকদার, সহকারী কমিশনার হাসিবুল হাসান,মধ্যনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মোঃ মনিবুর রহমান, উপজেলা কৃষি অফিসার মোঃ আসায়াদ বিন খলিল রাহাত, শহিদ আয়েতউল্লার বাবা হাজী সিরাজুল ইসলাম প্রমুখ।

অনুষ্ঠান শেষে প্রধান অতিথি ডঃ মোহাম্মদ ইলিয়াস মিয়া পরিবেশের ভারসাম্য রক্ষার জন্য স্কুলের সামনে পরিবেশ বান্দব গাছ লাগান।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন