সুনামগঞ্জ-সিলেট আঞ্চলিক সড়কে পিকআপ সিএনজি সংঘর্ষে স্কুল ছাত্রীসহ তিনজন নিহত হয়েছে। শুক্রবার (২৬ সেপ্টেম্বর) সকাল ৮টার দিকে শান্তিগঞ্জ উপজেলার পাগলার বাঘেরকোনা এলাকায় এ দুর্ঘটনা ঘটেছে।
নিহতরা হলেন-সুনামগঞ্জ পৌর শহরের উকিলপাড়ার বাসিন্দা মৃত প্রণয় দাশের স্ত্রী আবাদিত কেশবা (৪০) ও তার মেয়ে সুনামগঞ্জের সতীশ চন্দ্র বালিকা উচ্চ বিদ্যালয়ের ৭ম শ্রেণির ছাত্রী প্রথমা চৌধুরী ও সুনামগঞ্জ শহরের নবীনগর এলাকার বাসিন্দা সিএনজি অটোরিকশার চালক সজল ঘোষ (৫০)।
এ ঘটনায় পিকআপ চালক পারভেজ আহমদ (৩০)কে আটক করে পুলিশে দিয়েছে স্থানীয় জনতা। তিনি দিরাই থানার ভাটিপাড়া ইউনিয়নের মৃত জালাল উদ্দিনের ছেলে।
স্থানীয় বাসিন্দা ও প্রতক্ষ্যদশীরা জানান, শুক্রবার সকালে সুনামগঞ্জ শহর থেকে সিএনজিতে করে হবিগঞ্জের যাওয়ার উদ্দেশ্যে রওয়ানা দেয় অনামিকা ও তার মেয়ে প্রতমা। যাওয়ার পথে সুনামগঞ্জ সিলেট আঞ্চলিক সড়কে বিপরীত দিকে থেকে আসা একটি পিকআপের সাথে সংঘর্ষে ঘটনাস্থলেই দুই জন নিহত হয়। একজনকে স্থানীয় এলাকাবাসী উদ্ধার করে সুনামগঞ্জ সদর হাসপাতালে যাওয়ার পথে মারা যায়। এদিকে পিকআপ সড়কের পাশে খালে পড়ে যায়, সেখানে কোনো মানুষ আছে কি না তার জন্য উদ্ধার কাজ চালায় শান্তিগঞ্জ ফায়ার সার্ভিসের টিম লিডার আলমগীরের নেতৃত্ব।
শান্তিগঞ্জ ফায়ার সার্ভিসের টিম লিডার আলমগীর জানান, দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে দ্রুত আসি দুটি লাশ উদ্ধার করেছি। গুরুত্ব আহত স্কুল ছাত্রীকল শান্তিগঞ্জ হাসপাতালে নিয়ে গেলে মৃত ঘোষণা করে কর্তব্যরত চিকিৎসকগন।
জয়কলস হাইওয়ে পুলিশের ওসি সুমন কুমার চৌধুরী ঘটনার সত্যতা নিশ্চিত করে জানিয়েছেন, লাশ উদ্ধার করা হয়েছে, দুর্ঘটনা কবলিত ট্রাক ও সিএনজি আমরা উদ্ধার করেছি।
