সুনামগঞ্জে রামকৃষ্ণ সেবা আশ্রমে চুরি: থানায় অভিযোগ

‎সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলায় হিন্দু সম্প্রদায়ের ধর্মীয় উপাসনালয় রামকৃষ্ণ সেবা আশ্রমে চুরির ঘটনা ঘটেছে। বুধবার রাতে কোনো এক সময় জামালগঞ্জ উত্তর ইউনিয়নের রামপুর গ্রামে রামকৃষ্ণ সেবা আশ্রমে চুরির ঘটনা ঘটেছে বলে ধারণা করছেন সংশ্লিষ্টরা।

এতে প্রায় ‎আড়াই লক্ষ টাকার মালামাল চুরি হয়েছে, সেগুলো হল: পিতলের কমন্ডোলী ১টি, প্রদীপ ৩টি গাছাসহ, কাসার ঝান ১টি, করতাল ২ জোরা,তামার বড় পুষ্প তালি ৩টি, বড় বাটি ০৪টি, তাম্ব কোন্ড ছোট বড় ৩টি, সিসি ক্যামেরার মনিটর পিসি সহ, ১২ ভোল্টের ব্যাটারি ১টি, প্রণামীর বাক্সের টাকা রয়েছে।

এব্যাপারে জামালগঞ্জ থানায় বৃহস্পতিবার সকালে রামকৃষ্ণ আশ্রমের দায়িত্বে থাকা সাধারণ সম্পাদক অনন্ত পাল লিখিত অভিযোগ দায়ের করেছেন।

‎লিখিত অভিযোগ সূত্রে জানাযায়, প্রতিদিনের ন্যায় বুধবার রাত আনুমানিক ৮ টার দিকে আশ্রমের সেবায়িত রাজন চক্রবর্তী সন্ধ্যার পূজা শেষ করে উপাসনালয় তালাবদ্ধ করে বাড়িতে চলে যান। পরদিন বৃহস্পতিবার ভোরে রাজন চক্রবর্তী সেবা আশ্রমে গিয়ে দেখতে পান দরজার তালা ভাঙা। পরে ভেতরে ঢুকে দেখতে পান পূজা অর্চনার ১টি পিতলের কমন্ডোলী, ৩টি পিতলের প্রদীপ গাছাসহ, ১টি কাসার ঝান, ২জোড়া কাসার করতাল, ৩টি তামার বড় পুস্পতালি, ৪টি তামার বড় বাটি, ৩টি তামার তাম্বকোন্ড, সিসি ক্যামেরা ও মনিটর পিসি, ১টি ১২ ভোল্টের ব্যাটারীসহ প্রণামীর বাক্সের নগদ টাকা ও মূল্যবান জিনিসপত্রসহ প্রায় আড়াই লক্ষ টাকার মালামাল খোয়া গেছে। ‎উল্লেখ্য, গত ২০২৩ সালেও সেবা আশ্রমের সকল জিনিসপত্র চুরি হয়। এখনো অজ্ঞাতনামা রয়েছে বিষয়টি।

‎জামালগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি তদন্ত মো. জয়নাল হোসেন জানান, রামকৃষ্ণ সেবা আশ্রমে চুরির ঘটনার একটি অভিযোগ পাওয়ার পর ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। বিষয় আমরা তদন্ত করছি। তদন্ত সাপেক্ষে আইনগত পদক্ষেপ গ্রহণ করা হবে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন