লেঃ কর্নেল এ কে এম জাকারিয়া কাদির
সুনামগঞ্জে ৩৫টি পূজা মন্ডপের নিরাপত্তায় বিজিবি কাজ করছে

ভারত সীমান্ত এলাকা ঘেঁষে সুনামগঞ্জের সীমান্ত এলাকায় ২২ ও সীমান্তবর্তি আরও ১৩টিসহ মোট ৩৫টি পুজা মন্ডপের নিরাপত্তা নিশ্চিতে কাজ করছে সুনামগঞ্জ-২৮ ব্যাটালিয়ন বিজিবি। প্রতিটি মন্ডপে পুলিশ, আনসার ভিডিপির পাশা পাশি ৮ প্লাটন বিজিবি অবস্থান নিয়েছে।

শনিবার সকালে তাহিরপুর উপজেলার সীমান্ত এলাকার বড়ছড়া সহ পূজামন্ডপ গুলোর মধ্যে বেশ করেকটি মন্ডপ পরিদর্শন করেছে এবং মন্ডব সংশ্লিষ্টদের সাথে কথা বলে সার্বিক পরিস্থিতির বিষয়েও খোঁজ খবর নিয়েছেন সুনামগঞ্জ-২৮ ব্যাটালিয়ন বিজিবি অধিনায়ক লেঃ কর্নেল এ কে এম জাকারিয়া কাদির পিএসসি।

এসময় তিনি জানান, সনাতন হিন্দু সম্প্রদায়ের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা উৎসব মুখর পরিবেশ সুশৃঙ্খল ও নিরাপদে উদযাপনের লক্ষ্যে ও এই উৎসবে সামনে রেখে এপার থেকে ওপারে হিন্দু সম্প্রদায়ের লোকজন আসা যাওয়া করতে না পারে তার জন্য কঠোর নজরদারি বাড়ানোর হয়েছে। সীমান্তে ৮ কিলোমিটার ২২টি ও আরও ১৩ ২৮ বিজিবির আওতাধীন এলাকায় ৮ প্লাটন বিজিবি নিরাপত্তায় কাজ করবে। আমরা এসব পূজা মন্ডপের সংশ্লিষ্টদের সাথে সার্বক্ষণিক যোগাযোগ করছি ও টহল কার্যক্রম পরিচালিত করা হচ্ছে। ভারত থেকে হিন্দু সম্প্রদায়ের লোকজন কোনো ভাবেই বাংলাদেশে আসুন আমরা আশা করছি না। সে ভাবে আমরা মোটিভেট করছি।
এসময় সুনামগঞ্জ ২৮ বিজিবির দায়িত্বশীল কতৃপক্ষ সহ পূজা মন্ডপের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন