সুনামগঞ্জে ৩ হাজার নিবন্ধিত শিশুদের মধ্যে ওয়ার্ল্ড ভিশনের মশারী বিতরণ করা হয়েছে। সোমবার সকালে ওয়ার্ল্ড ভিশনের উদ্দ্যোগে শহরের শহীদ মুক্তিযোদ্ধা জগৎজ্যােতি পাবলিক লাইব্রেরিতে এই মশারী বিতরণ করা হয়।
ওয়ার্ল্ড ভিশনের এরিয়া প্রোগাম ম্যানেজার স্টিপ তাপস চিসিমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি বক্তব্য রাখেন জেলা শিশু বিষয়ক কর্মকর্তা বাদল চন্দ্র বর্মন। স্পন্সরশীপ ও চাইল্ড প্রোটাকশন অফিসার অপূর্ব চিসিমের পরিচালনায় বিশেষ অতিথি বক্তব্য রাখেন উপজেলা শিক্ষা অফিসার মোহাম্মদ অলি উল্লাহ, জেলা রিপোর্টাস ইউনিটের সভাপতি মো. বুরহান উদ্দিন, প্রোগাম অফিসার উত্তম চক্রবর্তী।
এসময় বক্তারা বলেন, বর্তমানে দেশজুড়ে ডেঙ্গুরোগের প্রাদুর্ভাব বেশি। বাসা বাড়ির ময়লা, পচা পানি থেকে মশার প্রজননক্ষেত্র তৈরি হচ্ছে। এসব মশার কামড়ে শিশুদের মারাত্মক ক্ষতি হচ্ছে। জ্বর, টাইফয়েড সহ বিভিন্ন জটিল রোগে আক্রান্ত হচ্ছে শিশুরা। ডেঙ্গুর হাত থেকে শিশুদের রক্ষা করতে পরিষ্কার পরিচ্ছন্ন থাকা খুবই গুরুত্বপূর্ণ। শিশুদের রোগজীবাণুর হাত থেকে রক্ষা করতে ওয়ার্ল্ড ভিশন মশারী বিতরণ করছে।একটি মশারী দিয়ে একটি পরিবারকে মশার হাত থেকে রক্ষা করা যায়। শিশুদের সুন্দর করে গড়ে তুলতে ওয়ার্ল্ড ভিশন স্কুল ব্যাগ,খাতা,কলম সহ বিভিন্ন ধরনের সহযোগিতা করে যাচ্ছে। প্রতিটি শিশুকে সঠিক ভাবে গড়ে তোলা সকলের দায়িত্ব।
সভা শেষে নিবন্ধিত ৩ হাজার শিশুদের মধ্যে মশারী বিতরণ করা হয়।
এসময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, স্পন্সরশীপ এন্ড সিস্টেম অফিসার পূর্ণা প্যাটিশিয়া রিচিল, সুরমা যুব ফোরামের সভাপতি আর্শাদ আলী সহ ওয়ার্ল্ড ভিশনের কর্মকর্তাবৃন্দ।
