১৬ বছরের কম বয়সীদের ফেসবুক-ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট বন্ধ শুরু

অস্ট্রেলিয়ায় ১৬ বছরের কম বয়সী কিশোর–কিশোরীদের সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে সরকার ঘোষিত নিষেধাজ্ঞা কার্যকর হওয়ার এক সপ্তাহ আগেই ব্যবহারকারীদের প্ল্যাটফর্ম থেকে সরাতে শুরু করেছে মেটা। ইনস্টাগ্রাম, ফেসবুক ও থ্রেডস—এই তিন প্ল্যাটফর্মেই অ্যাকাউন্ট বন্ধের প্রক্রিয়া চলছে।

এক প্রতিবেদেন এই খবর জানিয়েছে বিবিসি।

প্রতিবেদনে বলা হয়, মেটা ১৩ থেকে ১৫ বছর বয়সী যেসব ব্যবহারকারীকে তারা সনাক্ত করেছে, তাদের অ্যাকাউন্ট ৪ ডিসেম্বর থেকে বন্ধ করতে শুরু করবে বলে ঘোষণা দিয়েছিল। ধারণা করা হচ্ছে, এই প্রক্রিয়ায় প্রায় ১ লক্ষ ৫০ হাজার ফেসবুক ব্যবহারকারী এবং ৩ লাখ ৫০ হাজার ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট রয়েছে। যেহেতু থ্রেডস কেবল ইনস্টাগ্রাম অ্যাকাউন্টের মাধ্যমেই ব্যবহার করা যায়, তাই এই প্ল্যাটফর্মও একই নিয়মের আওতায় পড়ছে।

অস্ট্রেলিয়া বিশ্বের প্রথম দেশ হিসেবে ১০ ডিসেম্বর থেকে সামাজিক যোগাযোগমাধ্যমে ১৬ বছরের কম বয়সীদের প্রবেশ নিষিদ্ধ করছে। আইন লঙ্ঘন করলে প্রযুক্তি কোম্পানিগুলোকে সর্বোচ্চ ৪৯.৫ মিলিয়ন অস্ট্রেলীয় ডলার (৩৩ মিলিয়ন মার্কিন ডলার) পর্যন্ত জরিমানা গুনতে হবে।

এক বিবৃতিতে মেটার মুখপাত্র বলেন, আইন মেনে চলা একটি চলমান ও বহুস্তরীয় প্রক্রিয়া হবে। মেটা আইন মেনে কাজ করতে প্রতিশ্রুতিবদ্ধ হলেও ব্যবহারকারীর গোপনীয়তা রক্ষায় আরও কার্যকর ও মানসম্মত বয়স যাচাইকরণ ব্যবস্থা প্রয়োজন।

মেটা আরও জানিয়েছে, অ্যাপ স্টোর পর্যায়ে বয়স যাচাই ও ১৬ বছরের কমদের ক্ষেত্রে পিতামাতার অনুমোদন নেওয়ার বাধ্যবাধকতা আরোপ করলে ব্যবহারকারীদের বিভিন্ন অ্যাপে বারবার বয়স যাচাইয়ের প্রয়োজন পড়বে না।

গত মাসে মেটা বলেছিল, যাদের অ্যাকাউন্ট বন্ধ হবে তারা আগে থেকেই তাদের পোস্ট, ভিডিও ও বার্তাগুলো ডাউনলোড করে সংরক্ষণ করতে পারবে।

উল্লেখ্য, যেসব কিশোর মনে করছে তাদের ভুলভাবে ১৬ বছরের কম হিসেবে চিহ্নিত করা হয়েছে, তারা “ভিডিও সেলফি” জমা দিয়ে বয়স যাচাইয়ের আবেদন করতে পারবে। চাইলে ড্রাইভিং লাইসেন্স বা সরকার–প্রদত্ত পরিচয়পত্রও জমা দিতে পারে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন