৬ ডিসেম্বর আলিয়া মাঠ মুক্তিকামী জনতার পদধ্বনিতে প্রকম্পিত হবে

আসন্ন জাতীয় নির্বাচনকে সামনে রেখে জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন আদেশ জারি এবং উক্ত আদেশের উপর গণভোট আয়োজনসহ ৫ দফা দাবিতে আগামী ৬ ডিসেম্বর সিলেটে বিভাগীয় মহাসমাবেশ সফলের লক্ষ্যে আন্দোলনরত ৮ দল সিলেটের লিঁয়াজো কমিটির সভা বৃহস্পতিবার (৪ ডিসেম্বর সন্ধ্যা ৬টায় বন্দরবাজারস্থ ইসলামী আন্দোলন বাংলাদেশের কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে।

ইসলামী আন্দোলন বাংলাদেশ সিলেট জেলা শাখার সভাপতি মুফতি সাঈদ আহমদ এর সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক (সিলেট বিভাগ) হাফিজ মাওলানা মাহমুদুল হাসান এলএল.বি, লিয়াজো কমিটির নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী সিলেট মহানগর আমীর মুহাম্মদ ফখরুল ইসলাম, ইসলামী আন্দোলন বাংলাদেশ সিলেট মহানগর সভাপতি ডা. রিয়াজুল ইসলাম রিয়াজ, জামায়াতে ইসলামী সিলেট মহানগর নায়েবে আমীর ডা. নুরুল ইসলাম বুলবুল, খেলাফত মজলিস সিলেট মহানগর সভাপতি মাওলানা তাজুল ইসলাম হাসান, সহ-সভাপতি আব্দুল হান্নান তাপাদার, বাংলাদেশ খেলাফত মজলিস সিলেট মহানগর সভাপতি আলহাজ্ব মাওলানা এমরান আলম, জেলা সভাপতি মাওলানা ইকবাল হোসেন, জাগপা সিলেট মহানগর সভাপতি শাহজাহান আহমদ লিটন, বাংলাদেশ ডেভেলাপমেন্ট পার্টির সিলেট মহানগর সভাপতি কবির আহমদ প্রমুখ নেতৃবৃন্দ।

সভায় আগামী ৬ ডিসেম্বর ঐতিহাসিক আলিয়া মাদ্রাসা মাঠে সিলেট বিভাগীয় মহাসমাবেশ সফল করার লক্ষ্যে চূড়ান্ত প্রস্তুতি গ্রহণ করা হয়। জুলাই সনদ বাস্তবায়ন ও গণভোটের পক্ষে সর্বোচ্চ জনসমর্থন জানান দিতে মহাসমাবেশে উপস্থিত হওয়ার জন্য সর্বস্তরের সিলেটবাসীর প্রতি উদাত্ত আহবান করা হয়েছে।

যৌথ সভায় নেতৃবৃন্দ আরো বলেন, জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের আদেশ জারি এবং উক্ত আদেশের উপর গণভোট আয়োজনসহ ৫ দফা দাবিতে ৮টি দল বর্তমানে দেশব্যাপী যুগপৎ আন্দোলনে রয়েছে। অন্তবর্তীকালীন সরকার জাতীয় নির্বাচন ও গণভোট একই দিনে করার সিদ্ধান্ত নিয়েছে, অথচ আমরা বহু আগে থেকেই জাতীয় নির্বাচনের পূর্বে গণভোটের দাবি জানিয়ে আসছিলাম। জুলাই হত্যাকাণ্ডে অপরাধীদের বিচার, স্বৈরাচারের দোসর হিসেবে জাতীয় পার্টিসহ অন্যান্য দলগুলোকে নিষিদ্ধ করা এবং নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড তৈরির দাবিগুলো এখনো পূরণ হয়নি। ৫ দফা দাবি পূরণে সিলেটে ৮ দলের মহাসমাবেশকে ঘিরে ইতিমধ্যেই গণ-জোয়ার সৃষ্টি হয়েছে। সকল প্রস্তুতি ইতোমধ্যে শেষ হয়েছে। ইনশাআল্লাহ, সিলেটে ৮ দলের এই মহাসমাবেশ রাজনৈতিক ইতিহাসে এক যুগান্তকারী মাইলফলক রচনা করবে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন