কমল সাহিত্য পরিষদের ‘৭ নভেম্বর’ স্মারকের মোড়ক উন্মোচন
৭ নভেম্বরের সিপাহি জনতার বিপ্লব আমাদের জাতি সত্তার আলোকবর্ষ: ড. সাজেদুল করিম

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রো-ভিসি প্রফেসর ড. সাজেদুল করিম বলেছেন, ১৯৭৫ সালের ৭ নভেম্বরের সিপাহি জনতার বিপ্লব আমাদের জাতি সত্তার আলোকবর্ষ। নভেম্বরের সিপাহী-জনতার বিপ্লব ইতিহাসের মোড় ঘুরিয়ে দিয়েছিলো। এটি ছিলো গণমানুষের স্বাধীনচেতা চেতনার বহিঃপ্রকাশ, যা দেশের রাজনীতিতে নতুন অধ্যায়ের সূচনা করে। রাষ্ট্রপতি জিয়াউর রহমানের দৃঢ় নেতৃত্ব ও কর্মদক্ষতা না থাকলে হয়তো বাংলাদেশ সে সংকট থেকে উত্তরণ করতে পারত না। বিপ্লবের চেতনা আজও আমাদের মনে করিয়ে দেয়, যখন জাতি বিভক্ত হয়, তখন সৈনিক ও সাধারণ মানুষের ঐক্যই রাষ্ট্রকে রক্ষা করতে পারে।

তিনি শুক্রবার (৭ নভেম্বর) কমল সাহিত্য পরিষদ সিলেট আয়োজিত সিপাহি জনতার বিপ্লব ও সংহতি দিবসের বিশেষ প্রকাশনার মোড়ক উন্মোচন ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন।

তিনি বলেন, সিপাহী-জনতার বিপ্লব শুধু একটি সামরিক বা রাজনৈতিক ঘটনা নয়, এটি ছিল জাতীয় আত্মমর্যাদার পুনর্জাগরণ। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের নেতৃত্বে এই বিপ্লব বাংলাদেশের স্বাধীনতা, গণতন্ত্র ও জাতীয় সংহতির ভিত্তিকে আরও মজবুত করে তোলে। তাঁর সাহস, দৃঢ়তা ও দূরদৃষ্টিসম্পন্ন নেতৃত্ব আজও জাতির জন্য প্রেরণার উৎস হয়ে আছে।

কমল সাহিত্য পরিষদ সিলেটের সভাপতি সাজন আহমদ সাজু’র সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক কবি শফিকুল ইসলাম সোহাগের পরিচালনায় মোড়ক উন্মোচন ও আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন- শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ফুড ইঞ্জিনিয়ারিং এন্ড টি টেকনোলজি বিভাগের সাবেক বিভাগীয় প্রধান প্রফেসর ড. মো. মোজাম্মেল হক, কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদের সাবেক সাধারণ সম্পাদক অধ্যাপক দেওয়ান মাহমুদ রাজা চৌধুরী, সৈয়দ নাসির উদ্দিন রহ. স্কুল এন্ড কলেজের চেয়ারম্যান হুমায়ুন আহমদ মাসুক, সিলেট মেট্রোপলিটন চেম্বার অব কমার্সের পরিচালক জহির হোসেন তুহিন, কবি মুহিত চৌধুরী ও সাহিত্য সমালোচক অধ্যাপক বাসিত ইবনে হাবিব।

বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন- শিশু সাহিত্যিক জসিম আল ফাহিম, কবি ও প্রাবন্ধিক মাওলানা শামসীর হারুনুর রশীদ, কবি ছয়ফুল আলম পারুল, সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক কমিটির সদস্য মিছবাহ আহমদ জেহিন, ৬নং ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক সৈয়দ সাহিদ হোসেন সাবু, মহানগর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক কমিটির সদস্য খন্দকার মনিরুজ্জামান মনির, জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক কমিটির সদস্য সাইদ মাহমুদ ওয়াদুদ, জাবেদ আহমদ, প্রকাশক জসিম উদ্দিন, কবি মাজহারুল ইসলাম মেনন, কবি ও ছড়াকার লোকমান আহমদ, গীতিকবি কুবাদ বখত রুবেল, কবি মকসুদ আহমদ লাল, ইয়াসিন আহমদ মান্না ও সেলিম আহমদ।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন কবি কামাল আহমদ। অনুষ্ঠানে উপস্থিত অতিথিবৃন্দ কমল সাহিত্য পরিষদ সিলেট-এর প্রকাশনায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের বিশেষ প্রকাশনা ‘৭ নভেম্বর’ এর মোড়ক উন্মোচন করেন।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন