৩ দফা দাবিতে বড়লেখায় নিসচার স্মারকলিপি প্রদান
সড়ক দুর্ঘটনা রোধে কার্যকর পদক্ষেপের আহ্বান
সড়ক দুর্ঘটনা প্রতিরোধ ও নিরাপদ সড়ক নিশ্চিতের দাবিতে “নিরাপদ সড়ক চাই (নিসচা)” বড়লেখা উপজেলা শাখা তিন দফা দাবিতে উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর এক স্মারকলিপি প্রদান করেছে।
রবিবার (৫ অক্টোবর) বিকাল ৩ টায় বড়লেখা উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে সভাপতি তাহমীদ ইশাদ রিপন ও সাধারণ সম্পাদক আইনুল ইসলাম এর নেতৃত্বে সংগঠনের একটি প্রতিনিধি দল স্মারকলিপিটি উপজেলা নির্বাহী কর্মকর্তা গালিব চৌধুরী-এর নিকট প্রদান করেন।
প্রদত্ত তিন দফা দাবির মধ্যে রয়েছে—তিন চাকার যানবাহনের নির্ধারিত ভাড়া তালিকা প্রণয়ন, শিক্ষা প্রতিষ্ঠানের সামনে জেব্রা ক্রসিং স্থাপন, তিন চাকার যানবাহনের ডান পাশ বন্ধকরণ ও হেলমেট পরিধান নিশ্চিতকরণ।
এসময় উপস্থিত ছিলেন নিসচা বড়লেখা শাখার সিনিয়র সহ-সভাপতি মার্জানুল ইসলাম মার্জান, সহ-সভাপতি আব্দুল আজিজ, সদস্য নয়ন চক্রবর্তী প্রমুখ নেতৃবৃন্দ।
উপজেলা নির্বাহী কর্মকর্তা গালিব চৌধুরী স্মারকলিপি গ্রহণ করে সংগঠনের দাবিগুলো গুরুত্বের সঙ্গে বিবেচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন।